দিলীপ ঘোষ। ফাইল চিত্র।
পুরভোটের আগে সাংগঠনিক ভাবে দলের দুর্বল জায়গাগুলি চিহ্নিত করল বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার নিজেই জানান, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু অঞ্চলে তাঁদের দল সাংগঠনিক ভাবে দুর্বল।
এখন গোটা দেশে বিজেপির সাংগঠনিক নির্বাচন চলছে। সেই বিষয়েই এ দিন হাজরার মহারাষ্ট্র নিবাসে বৈঠক ডাকা হয়। তার ফাঁকে দিলীপবাবু বলেন, ‘‘সাংগঠনিক ভাবে আমাদের দুর্বল জায়গাগুলি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় আমাদের সংগঠন দুর্বল। তাই সেই সব জায়গায় বুথ কমিটি গড়া যায়নি।’’ তবে একই সঙ্গে সাংগঠনিক সাফল্যের খতিয়ানও এ দিন পেশ করেন দিলীপবাবু। তিনি জানান, ৭৯ হাজার বুথের মধ্যে ৬৪ হাজারে সাংগঠনিক নির্বাচন হয়ে গিয়েছে। ৯ নভেম্বরের মধ্যে মণ্ডল স্তরের নির্বাচন হয়ে যাবে।’’ দলীয় সূত্রের খবর, বুথ স্তরের সংগঠনে তারুণ্যে জোর দেওয়া হচ্ছে। বুথ কমিটির সভাপতির বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে ৪৫ বছর। বলা হয়েছে, বুথ কমিটির সভাপতি হতে গেলে মোটরবাইক থাকা বাঞ্ছনীয়।