Belur Math

Belur Math: ১ জানুয়ারি বন্ধ থাকছে বেলুড় মঠ

সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ২২:৪৪
Share:

নতুন বছরের দিনেই দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নেওয়া হল।

রাজ্যে কোভিড বিধিনিষেধ শিথিল হতেই খুলে দেওয়া হয়েছিল বেলুড় মঠ। কিন্তু নতুন বছরের দিনেই দর্শনার্থীদের জন্য তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নেওয়া হল। তবে কেন বন্ধ রাখা হচ্ছে, তার কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু লেখা হয়েছে, অনিবার্য কারণেই বন্ধ রাখা হচ্ছে বেলুড় মঠ।

সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। স্বামী সুবীরানন্দের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘অনিবার্য কারণে আগামী ১লা জানুয়ারি ২০২২ (শনিবার) ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে।’ নববর্ষের প্রথম দিনে প্রচুর ভক্তদের সমাগম হয়ে থাকে বেলুড় মঠে। রাজ্যে ওমিক্রন নিয়ে উদ্বেগের বিষয়টি মাথায় রেখেই ওই দিন বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement