Belur Math

Belur Math Closed: সরকারি নির্দেশিকা মেনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড়, বটানিক্যাল গার্ডেন

নবান্নের নির্দেশ মেনে বেলুড় ছাড়া অন্য মন্দির ও তীর্থস্থানগুলিও ভক্ত ও দর্শনার্থীদের জন্য দরজা বন্ধের পথে হাঁটবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ ০৯:০০
Share:

এর আগে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভক্তদের জন্য মঠের দরজা বন্ধ করা হয়েছিল। ফাইল ছবি

রাজ্য জুড়ে করোনার দাপট বাড়ছে। এই পরিস্থিতি সোমবার থেকেই পর্যটনকেন্দ্রগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সেই নির্দেশ মেনে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধের সিদ্ধান্ত নিল মঠ কর্তৃপক্ষ।

এর আগে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভক্তদের জন্য মঠের দরজা বন্ধ করা হয়েছিল। এবার রাজ্য সরকারের নির্দেশিকা মেনে অনির্দিষ্টকালের জন্য মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

নবান্নের নির্দেশ মেনে বেলুড় ছাড়া অন্য মন্দির ও তীর্থস্থানগুলিও ভক্ত ও দর্শনার্থীদের জন্য দরজা বন্ধের পথে হাঁটবে। রবিবারই তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিলেন, দ্রুত তারা বৈঠক করে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

কল্পতরু উৎসবের দিন মন্দির বন্ধ ছিল দক্ষিণেশ্বর সরকারি নির্দেশ মেনে তারও অনির্দিষ্টকালের জন্য বন্ধরে পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে। সরকারি নির্দেশ মেনে সোমবার বটানিক্যাল গার্ডেনও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তে কথা জানা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement