Coronavirus

দালালচক্র রুখতে করোনা-চিকিৎসায় কোন হাসপাতালে কত বেড খালি জানাচ্ছে রাজ্য

স্বাস্থ্য কর্তারা মনে করছেন, কর্মীদের একাংশের গাফিলতির জন্য অনেক সময় বদনাম হয় হাসপাতালের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২০ ১৫:৩৬
Share:

—ফাইল চিত্র।

সারা বছরই রোগী প্রত্যাখ্যানের অভিযোগ ওঠে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে। বেড পাইয়ে দেওয়ার নাম করে দালালচক্রের খপ্পরে পড়তে হয়ে রোগীর আত্মীয়দের। করোনার ক্ষেত্রেও একই রকম অভিযোগ উঠতে শুরু করেছে। চিকিৎসক সংগঠনগুলি দাবি জানিয়েছিল, কোন হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে এ বিষয়ে স্বচ্ছতা আনতে ‘ডিসপ্লে বোর্ড’ করা হোক। এ বার বেড নিয়ে বিভ্রান্তি কাটাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়াবসাইটে (www.wbhealth.gov.in) সেই তথ্য তুলে ধরছে রাজ্য।

১৯ জুনের সরকারি তথ্য বলছে, রাজ্যের ৭৭টি সরকারি হাসপাতালে শুধুমাত্র করোনা চিকিৎসার জন্যে ১০ হাজার ৩২৭টি বেড তৈরি রাখা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ২১৫টি বেড এখনও খালি রাজ্যের বেসরকরি হাসপাতালেও এখনও যথেষ্ট পরিমাণে খালি রয়েছে বেড। ২৩টি বেসরকারি হাসপাতালে ৬৩২টি বেড তৈরি রাখা হয়েছে। তার মধ্যে ১৪২টি খালি।

অর্থাৎ ওয়েবসাইট দেখেই জানা যাবে, কোন হাসপাতালে কত বেড খালি আছে। অনেক সময়ই দেখা যাচ্ছে, রোগীদের আত্মীয়দের অসহায়তার সুযোগ নিয়ে এক শ্রেণির দালাল সক্রিয় হয়ে উঠেছেন। তাঁরা হাসপাতাল বেড খালি নেই, এমন ভয় দেখিয়ে মোটা টাকার বিনিময়ে সেখানে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে‌ন।

Advertisement

আরও পড়ুন: সেনার মৃত্যু নিয়ে প্রশ্ন রাহুলের, পাল্টা তোপ অমিত শাহের​

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গিদের অস্ত্র দিতে আসা পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ​

Advertisement

ওয়েবসাইটে সব রকমের তথ্য পাওয়ার পাশাপাশি, করোনা সংক্রান্ত যে কোনও সমস্যাতেও ফোন করা যাবে এই নম্বর গুলিতে — ১৮০০৩১৩৪৪৪২২২, ০৩৩২৩৪১ ২৬০০, ০৩৩ ২৩৫৭/৩৬৩০/১০৮৩/১০৮৫

স্বাস্থ্য কর্তারা মনে করছেন, একাংশের কর্মীদের গাফিলতির জন্য অনেক সময় বদনাম হয় হাসপাতালের। রোগীর পরিবারকে ভয় দেখিয়ে টাকা কামায় দালালচক্রও। ওয়েবসাইটে সঠিক তথ্য তুলে ধরা হলে, এমন সমস্যা থেকে মুক্তিও মিলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement