বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার জন্য বিডিও দফতর বিরোধী প্রার্থীদের কাছে এখন একেবারেই নিরাপদ নয় বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ বিডিও দফতরে মঙ্গলবার বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন দলের অন্যতম রাজ্য সম্পাদক, আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এবং কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে। সেখানে হামলা হলে প্রার্থীদের পাশাপাশি প্রিয়ঙ্কা, সজলও আক্রান্ত হয়েছেন বলে বিজেপির অভিযোগ। সেই ঘটনার সূত্র ধরেই শুভেন্দুর অভিযোগ, ‘‘দক্ষিণ ২৪ পরগনায় ‘ভাইপো বাহিনী’ বিরোধীদের উপরে হামলা চালাচ্ছে। নখদন্তহীন রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন কেন্দ্রের বাইরে ১৪৪ ধারার ঘোষণা করেছে। কিন্তু মনোনয়ন কেন্দ্রগুলিকে তৃণমূলের বাহিনীর জন্য মুক্তাঞ্চল করে তোলার ছাড়পত্র দিয়েছে পুলিশ! যথেচ্ছ বোমা-গুলি ছোড়া হচ্ছে।’’ কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত ভোট পুরোপুরি প্রহসনে পরিণত হবে বলে ফের দাবি করেছেন শুভেন্দু। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অবশ্য পাল্টা দাবি, তৃণমূলের জয় নিশ্চিত বুঝেই বিরোধীরা অশান্তি করছে। তার পরে দোষ চাপানো হচ্ছে শাসক দল এবং পুলিশের উপরে।