BDO

Joint BDO annual conference: হাওড়ার শরৎ সদনে জয়েন্ট বিডিওদের বার্ষিক সাধারণ সভা, রূপায়ন নিয়ে আলোচনা

সংগঠনের সাধারণ সম্পাদক দুর্গাপ্রসাদ ঘোষ বলেন, ‘‘সরকারি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে জয়েন্ট বিডিও-রা নিরন্তর কাজ করে চলেছেন। এই প্রকল্পগুলো কী ভাবে আরও নিখুঁত ভাবে মানুষের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে আলোচনা করেছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ১৫:২৪
Share:

নিজস্ব চিত্র।

পশ্চিমবঙ্গ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হল রাজ্যের ‘জয়েন্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার (জয়েন্ট বিডিও)’-দের বার্ষিক সাধারণ সভা। রাজ্যের প্রায় সমস্ত ব্লকের জয়েন্ট বিডিও-রা যোগ দিয়েছিলেন ওই সভায়।

বার্ষিক সাধারণ সভা এ বার ২৮ তম বর্ষ। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক দুর্গাপ্রসাদ ঘোষ বলেন, ‘‘সরকারি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে জয়েন্ট বিডিও-রা নিরন্তর কাজ করে চলেছেন। এই প্রকল্পগুলি কী ভাবে আরও নিখুঁত ভাবে মানুষের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে আলোচনা করেছি।’’ তিনি জানান, যুগ্ম সমষ্টি উন্নয়নমূলক আধিকারিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নমূলক কাজের সামগ্রিক গতি তরান্বিত করাই তাঁদের লক্ষ্য। সংগঠনের সভাপতি মিন্টু ঘোষাল বলেন, ‘‘জয়েন্ট বিডিও-দের কাজের মাধ্যমে সরকারি প্রকল্পগুলি ঠিকমতো মানুষের কাছে পৌঁছলে সমাজের উন্নয়ন হবে আর মানুষ উপকৃত হবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement