শপথ মেয়র পারিষদদের

কর্পোরেশনের নতুন মেয়র পারিষদেরা শপথ নিলেন বুধবার। এ দিন বিকেল ৩টে নাগাদ আসানসোলে পুরভবনের দোতলায় নতুন মেয়র পারিষদদের শপথবাক্য পাঠ করান আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ০১:৩৯
Share:

কর্পোরেশনের নতুন মেয়র পারিষদেরা শপথ নিলেন বুধবার। এ দিন বিকেল ৩টে নাগাদ আসানসোলে পুরভবনের দোতলায় নতুন মেয়র পারিষদদের শপথবাক্য পাঠ করান আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। অনুষ্ঠানের শেষে মেয়র নিজে পারিষদদের প্রত্যেককে দফতরের কার্যালয়ে নিয়ে গিয়ে বসান। মেয়র জানান, পারিষদদের দফতর বণ্টন হয়ে যাওয়ায় এ বার নাগরিক পরিষেবার কাজ দ্রুততার সঙ্গে করা যাবে বলে মনে করছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement