রানিগঞ্জে অভিযান

নাগরিক স্বাচ্ছন্দ্য খতিয়ে দেখতে শনিবার রানিগঞ্জ শহরে অভিযান চালাল পুরনিগম ও প্রশাসন। এ দিন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও মহকুমাশাসক অমিতাভ দাস শহরের নানা এলাকা ঘুরে দেখেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৫ ০১:০৭
Share:

নাগরিক স্বাচ্ছন্দ্য খতিয়ে দেখতে শনিবার রানিগঞ্জ শহরে অভিযান চালাল পুরনিগম ও প্রশাসন। এ দিন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও মহকুমাশাসক অমিতাভ দাস শহরের নানা এলাকা ঘুরে দেখেন। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের অমিতাভবাবু পরিষ্কার জানিয়ে দেন, প্লাস্টিক ব্যবহারের জন্য প্যাকেট পিছু পাঁচশো টাকা ও ক্রেতাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে জরিমানা নেওয়া হবে। এ ছাড়া প্রশাসনের প্রতিনিধি দল ব্যসায়ীদের জানিয়ে দেয়, দোকানের সামনে রাস্তার জায়গা দখল দখলমুক্ত না করলে ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement