দেহ সৌষ্ঠব প্রদর্শনী হয়ে গেল ভাতার থানার বনপাশ গ্রামে। বর্ধমান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের তিন সদস্য ওই প্রদর্শনীতে যোগ দেন। তাঁদের নাম প্রীতম দাস, মনিরঞ্জন চট্টোপাধ্যায় ও মনোজ দত্ত। স্থানীয় একটি মাল্টি জিমে প্রদর্শনীটি হয়। শতাধিক কিশোর–কিশোরী ও স্কুল পড়ুয়ারা শারীরিক কসরত দেখতে হাজির ছিলেন। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সুভাষ বেজ জানান, গ্রামাঞ্চলে এই ধরনের প্রদর্শন ছোটদের মধ্যে শরীর চর্চার আগ্রহ বাড়াবে।