দুঃস্থ-ভাতার দাবি

প্রতি জেলায় কীর্তনের প্রতিষ্ঠান, দুঃস্থ শিল্পীদের ভাতা দেওয়া-সহ নানা দাবিতে স্মারকলিপি পেশ করলেন বাউল, কবিগান ও কীর্তন শিল্পীরা। সোমবার সারা ভারত কীর্তন ও ভক্তিগীতি শিল্পী সংসদের উদ্যোগে জেলাশাসকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়।

Advertisement
বর্ধমান শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫০
Share:

প্রতি জেলায় কীর্তনের প্রতিষ্ঠান, দুঃস্থ শিল্পীদের ভাতা দেওয়া-সহ নানা দাবিতে স্মারকলিপি পেশ করলেন বাউল, কবিগান ও কীর্তন শিল্পীরা। সোমবার সারা ভারত কীর্তন ও ভক্তিগীতি শিল্পী সংসদের উদ্যোগে জেলাশাসকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়। শিল্পীদের দাবি, রাজ্যে প্রায় ৫০ লক্ষ এ ধরণের শিল্পী রয়েছেন। বর্ধমানেই আছেন সাড়ে সাত লক্ষ। প্রতি জেলায় কীর্তন প্রতিষ্ঠান তৈরি, দুঃস্থ কীর্তনিয়াদের সরকারি ভাতা, সরকারি যানবাহনে ছাড়, স্বাস্থ্য ও জীবন বিমার ব্যবস্থা ও গৃহ নির্মাণ প্রকল্পে বাড়ি তৈরির আবেদন জানান তাঁরা। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রণব বিশ্বাস জানিয়েছেন, দাবিদাওয়াগুলি ঠিক জায়গায় পৌঁছে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement