চলছে মিছিল। নিজস্ব চিত্র।
নিয়োগের দাবিতে মিছিল করে বিক্ষোভ দেখাল টেট পাশ যুবক-যুবতীরা। সোমবার বর্ধমানের সাধনপুরে এসএসসি-র পূর্বাঞ্চলীয় চেয়ারম্যানের দফতরে বিক্ষোভ দেখান তাঁরা। স্মারকলিপিও দেন। তাঁদের দাবি, ২০১২ সালে টেট উত্তীর্ণদের কোনও রকম শর্ত ছাড়াই নিয়োগ করতে হবে। বিজ্ঞপ্তি জারি করে দ্রুত ২০১৬-র ভোটের আগেই নিয়োগ পর্ব শেষ করতে হবে। দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগেরও দাবি তোলেন তাঁরা।
ডেমোক্রেটিক অ্যাসোসিয়েশন ফর অল বিএড ডিগ্রি হোল্ডার্স অ্যান্ড স্টুডেন্টস-এর সদস্য অনিমেষ কুণ্ডুর দাবি, প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা ২০১২ সালে পাশ করেছেন তাঁরা। ২০১৫ সালে শংসাপত্রও পান। কিন্তু ইন্টারভিউ না নিয়ে আবার পরীক্ষা নেওয়া হয় তাঁদের। পাশ করার বহু দিন পেরিয়ে গেলেও নিয়োগ হয়নি। বিক্ষোভে হাজির রাজেশ নন্দী নামে এক যুবকেরও দাবি, ‘‘নিয়োগ না হওয়ায় আমদের হতাশা বাড়ছে।’’ তিনি জানান, ২০১৬-র ৩১ মার্চ আসন্ন এনসিটিই দেওয়ার সময়সীমা শেষ হতে চলেছে। এতে অসহায়তা আরও বাড়ছে। বিক্ষোভকারীদের আরও দাবি, এসএসসি-র পূর্বাঞ্চলীয় চেয়ারম্যানের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকেও ফ্যাক্স পাঠিয়েছেন তাঁরা। এ দিন প্রথমে বর্ধমান টাউন হলে জমায়েত করে পড়ুয়ারা। তারপরে জিটি রোড হয়ে সাধনপুরে এসএসসি-র পূর্বাঞ্চলীয় দফতরে যায়। এসএসসি-র পূর্বাঞ্চলীয় চেয়ারপার্সন মহুয়া বিশ্বাস বলেন, ‘‘দাবিপত্র পেয়েছি। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। রাজ্য আধিকারিককে দাবিপত্র পাঠিয়ে দেব।’’