Raina

Raina Youth arrested: প্রেম-প্রস্তাবে না, বান্ধবীকে মার, মৃত্যু হয়েছে ভেবে থানায় রায়নার যুবক

শুক্রবার দুপুরে কলেজের একটি ঘরে ডেকে অভিযুক্ত তাঁর বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাব ফেরানোয় অভিযুক্ত মারধর শুরু করে বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ২৩:১৬
Share:

প্রতীকী ছবি।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সহপাঠী কলেজ ছাত্রীকে খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিস। বস্তুত, সহপাঠীর মৃত্যু হয়েছে ভেবে অভিযুক্ত থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজছাত্রী। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

পুলিস জানিয়েছে, ছাত্র ও ছাত্রী— দু’জনেরই বাড়ি রায়না থানা এলাকায়। দু’জনেই রায়নার শ্যামসুন্দর কলেজের পড়ুয়া। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কলেজেরই একটি ঘরে পড়া নিয়ে আলোচনা করতে সহপাঠিনীকে ডেকে পাঠান অভিযুক্ত। অভিযোগ, সেখানেই তাঁকে প্রেমের প্রস্তাব দেন অভিযুক্ত। প্রস্তাব ফেরানোয় মারধর শুরু হয়। মারধরের জেরে ছাত্রীটি জ্ঞান হারান। তাঁকে রায়নার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এর পরই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত যুবক।

শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। তাঁকে আগামী ৯ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement