ফাইল চিত্র।
বধূর আপত্তিকর ছবি নেটমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানে গ্রেফতার হলেন এক যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম দেবরাজ মণ্ডল ওরফে বাবু। বর্ধমান থানার মিরছোবা দক্ষিণ এলাকায় ধৃতের বাড়ি। ঘটনার পর মঙ্গলকোট থানার বনকাপাসিতে আত্মগোপন করেছিলেন তিনি। মোবাইলের সূত্র ধরে শনিবার রাতে সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে বর্ধমান সাইবার থানার পুলিশ। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে হাজির করানো হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানিয়েছে, ওই বধূর বাড়ি মিরছোবা দক্ষিণ এলাকায়। অভিযুক্ত তাঁর স্বামীর বন্ধু হওয়ার সুবাদে বাড়িতে যাতায়াত ছিল। দু’জনের মধ্যে ভিডিয়ো কলেও কথাবার্তা হয়েছে বেশ কয়েক বার। অভিযোগ, ভিডিয়ো কলে কথা বলার সময়েই বধূর বেশ কয়েকটি আপত্তিকর ছবি তোলেন অভিযুক্ত। তার পর থেকে শুরু হয় ‘ব্ল্যাকমেলিং’। কুপ্রস্তাবও দেওয়া হয় বধূকে। তাতে রাজি না-হওয়ায় আপত্তিকর ছবি ছড়িয়ে দেন অভিযুক্ত। বধূর পরিবারকেও দেখানো হয় সেই ছবি। এর পরেই মানসিক ভাবে ভেঙে পড়ে আত্মহত্যার সিদ্ধান্ত করেন ওই বধূ।
গত ১৭ সেপ্টেম্বর সকালে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর ঘর থেকে। এর পরেই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন মৃতার স্বামী। তার ভিত্তিতে তদন্তে নেমে দেবরাজকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও তথ্যপ্রযুক্তি আইন ধারায় মামলা রুজু করা হয়েছে।