ফাইল চিত্র।
তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। ধৃতের নাম ছোট্টু রুইদাস। গলসি থানার দরবারপুরে তাঁর বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১ জুন ধৃতকে আবার আদালতে হাজির করানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। তদন্তকারী অফিসারের আবেদন মঞ্জুর করে ধৃতের মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ জানিয়েছে, গলসি থানার সাঁকো গ্রামে ওই তরুণীর বাড়ি। বছর ছ’য়েক আগে খণ্ডঘোষ থানার পুনসুর গ্রামে তাঁর বিয়ে হয়। বছরখানেক আগে ছোট্টুর সঙ্গে তরুণীর পরিচয় হয়। যুবক তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এর পর মাসখানেক আগে যুবতীর সঙ্গে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়। তরুণী বাপেরবাড়িতে চলে আসেন। অভিযোগ, এর পর তাঁকে গলসির হোটেলে নিয়ে সহবাস করেন অভিযুক্ত। কিছু দিন পর যুবতী বিয়ে করার জন্য ছোট্টুকে বলেন। নানা অছিলায় যুবতীকে এড়িয়ে চলতে শুরু করেন ছোট্টু। যুবতীর ফোন ধরা বন্ধ করে দেন। এমনকি তাঁর নম্বর ব্লক করে দেওয়া হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন যুবতী। যুবতীর মেডিকেল পরীক্ষা ইতিমধ্যেই করিয়েছে পুলিশ। ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর গোপন জবানবন্দিও নথিভুক্ত করানো হয়েছে।