কালনায় চোখে পড়ছে এমন দেওয়াল লিখন। নিজস্ব চিত্র।
বিধানসভা ভোটের দিন এখনও ঘোষণা হয়নি। তবে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে সব পক্ষই। কালনায় বিজেপি ও তৃণমূলের দেওয়াল লিখনে উঠে আসছে ‘খেলা হবে’ স্লোগান।
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দলীয় সভায় ‘খেলা হবে’ স্লোগান দেওয়ার পরে রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়েছে এই স্লোগান। গ্রামগঞ্জে শাসক দলের নেতা-কর্মীদের মুখে ঘুরছে এই স্লোগান। শাসক দলের নানা সভাতেও বাজছে ‘খেলা হবে’ গান। এর মধ্যে কালনায় তৃণমূলের দেওয়াল লিখনেও দেখা যাচ্ছে এই স্লোগান।
হাটকালনা পঞ্চায়েতের তালবোনা এলাকায় কয়েকটি দেওয়ালে তৃণমূলের প্রতীক এঁকে লেখা হয়েছে, ‘খেলা হবে, খেলতে হবে/ঠান্ডা মাথায় খেলতে হবে’। তৃণমূল সূত্রে জানা যায়, দলের স্থানীয় নেত্রী তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য আরতি হালদারের উদ্যোগেই এমন দেওয়াল লিখন হয়েছে। শনিবার আরতিদেবী বলেন, ‘‘ঠান্ডা মাথায়, খেলার ছলে যাতে সাধারণ মানুষ বুথে গিয়ে ভোট দিয়ে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনেন, সেই বার্তা দিতেই এমন উদ্যোগ।’’
কালনা শহরের দাঁতনকাঠিতলায় আবার দেখা যায় বিজেপির পাল্টা দেওয়াল লিখন। পদ্মফুল চিহ্ন এঁকে লেখা হয়েছে, ‘উৎসব মেলা খেলায় বাংলা গেছে পিছিয়ে। এ বার ভোটে খেলতে গেলে মানুষ দেবে বুঝিয়ে’। কালনা ২ ব্লকের বিজেপি নেতা সুভাষ পালের দাবি, ‘‘তৃণমূলই ‘খেলা হবে’ স্লোগান নিয়ে মাতামাতি করছে। আমরা দেওয়াল লিখনের মাধ্যমে বলতে চাইছি, এ বার কোনও খেলাই চলবে না। বুথে গিয়ে মানুষ আমাদের ভোট দিয়ে ওদের ‘অন্য খেলা’ থামিয়ে দেবেন।’’