গোলমাল: দলীয় পতাকা নিয়ে বিক্ষোভে সামিল পড়ুয়ারা। নিজস্ব চিত্র
তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পড়াশোনায় বিঘ্ন হল কলেজে। সোমবার আসানসোলের বিবি কলেজের গেট আটকে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠনের এক পক্ষ। ফলে, ক্লাস করতে এসেও ফিরে যান অনেক পড়ুয়া। অধ্যক্ষের হস্তক্ষেপে বিকেলে বিক্ষোভ থামে।
কলেজ সূত্রে জানা গিয়েছে, টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুশোভন মাজি ও সহ-সম্পাদক দানিশ আজিজের বিবাদের জেরেই এ দিনের গোলমাল। সংগঠনের রাজ্য সভানেত্রী জয়া দত্ত বলেন, ‘‘যদি দলের মধ্যে বিবাদ এবং তার জেরে বিক্ষোভ হয়ে থাকে সে ক্ষেত্রে কাউকে রেয়াত করা হবে না। আসানসোলে আমাদের জেলা সভাপতি কৌশিক মণ্ডলকে বিষয়টি খোঁজ নিতে বলেছি।’’
এ দিন সকাল ১০টা নাগাদ কলেজের সব দরজা আটকে বিক্ষোভ শুরু করেন জনা পঞ্চাশ পড়ুয়া। তাঁদের হাতে ছিল টিএমসিপি-র পতাকা। নেতৃত্ব দেন দানিশ আজিজ। তাঁর অভিযোগ, ‘‘আমার সঙ্গে পরামর্শ না করে সংসদ পরিচালনায় একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন সাধারণ সম্পাদক। সব ব্যাপারে আমার মতকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছি।’’
কলেজে এ দিন পার্ট ৩-এর পরীক্ষা ছিল। পরীক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের ভিতরে ঢুকতে দেন বিক্ষোভকারীরা। অন্য ছাত্রছাত্রীরা ঢুকতে পারেননি। ক্রমাগত স্লোগানের জেরে পরীক্ষার্থীরাও সমস্যায় পড়েন বলে অভিযোগ। বিকেল ৪টে নাগাদ বিক্ষোভ থামে। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুশোভনের বক্তব্য, ‘‘মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এই সামান্য বিষয় নিজেদের মধ্যেই মিটে যাবে। এ জন্য পড়াশোনা বিঘ্নিত করা ঠিক হয়নি।’’ দানিশের অবশ্য দাবি, বিক্ষোভের জেরে ক্লাস না হলেও পরীক্ষার্থীদের সমস্যা করা হয়নি।
কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু বলেন, ‘‘বিক্ষোভের ফলে কলেজে কিছুটা অচলাবস্থা তৈরি হয়েছিল। ছাত্র সংসদের অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে নিতে বলেছি।’’