প্রতীকী ছবি।
পূর্ব বর্ধমানের মেমারিতে একই রাতে দু’টি সোনার দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় গ্রেফতার অসমের দুই বাসিন্দা। ধৃতদের নাম একাদিল খান ও নূর মহম্মদ মণ্ডল। অসমের ধুবড়ি থানা এলাকায় তাঁদের বাড়ি। বৃহস্পতিবার ভোর রাতে মেমারির কলেজ মোড় এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। চুরিতে জড়িত থাকার কথা ধৃতরা কবুল করেছে বলে দাবি পুলিশের। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। চুরির মালপত্র উদ্ধারের জন্য ধৃতদের ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতদের ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিশ জানিয়েছে, গত ১৪ জানুয়ারি রাতে মেমারি থানার সোনাপট্টি এলাকায় পঞ্চানন ধাড়া ও সমীরণ দাসের দোকানে চুরির ঘটনা ঘটে। তালা ভেঙে ভিতরে ঢুকে পঞ্চাননের দোকান থেকে ২ কেজি রুপোর গয়না ও বাসনপত্র এবং ৫ গ্রাম সোনা নিয়ে পালান চোরেরা। একই কায়দায় সমীরণের দোকান থেকেও ১ কেজি ৫০০ গ্রাম রুপোর গয়না ও বাসনপত্র এবং ৬ গ্রাম সোনা চুরি হয়ে যায়। পরের দিন সকালে স্থানীয় বাসিন্দারা চুরির বিষয়টি জানতে পারেন। সে দিনই পঞ্চানন থানায় অভিযোগ দায়ের করেন।