—প্রতীকী চিত্র।
চারচাকা ও বাইকের সংঘর্ষে মৃত্যু দু’জনের। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিরুরি গ্রামের কাছে এই পথ দুর্ঘটনাটি ঘটে। অল্পবিস্তর জখম হন চারচাকা গাড়ির চালকও। রবিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, মৃতদের নাম সুজন শেখ (১৮) ও খোকাবাবু শেখ (২১)। তাঁদের মধ্যে সুজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পাঁচথুপি গ্রামে। খোকাবাবুর বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর থানার বিন্দারপুরে।
জানা গিয়েছে, কাটোয়ার করজগ্রামের বাসিন্দা চৌধুরী আব্দুল ওমর ফারুক নামে এক যুবক তাঁর নিজস্ব স্করপিও গাড়ি চালিয়ে কেতুগ্রামের আনখোনা গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী আসরুফা খাতুন ও তাঁদের ছ’মাসের সন্তান। বিরুরি বাসস্ট্যান্ড পেড়িয়ে দিঘিরপাড়ের কাছে উল্টো দিক থেকে আসা ওই বাইকের সঙ্গে স্করপিও গাড়ির সজোরে সংঘর্ষ হয়। সেই সময় মাঠে ধান রোয়ানোর কাজ করছিলেন কয়েক জন কৃষক। তাঁরা ছুটে আসেন। দুই বাইক আরোহীর মধ্যে এক জন ঘটনাস্থলেই মারা যান। অপর জনকে উদ্ধার করে কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছু ক্ষণের মধ্যে তাঁরও মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চারচাকা গাড়ি ডানদিকে চেপে গিয়ে বাইকে ধাক্কা দিয়েছে। স্করপিও চালকের দাবি, বাইক বেপরোয়া গতিতে এসে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। তবে ওই দুই যুবক কেতুগ্রামের কোথায় এসেছিলেন, এখনও জানা যায়নি। মোবাইল ফোনের সূত্র ধরে শুধু তাঁদের নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ।