জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনা, মৃত দুই যুবক

ঘটনাস্থলেই মৃত্যু হয় আলম কাজী (৩৫) ও বাদশা শেখ (৩৬) নামে পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ারের দুই বাসিন্দার। বাদশাই গাড়ি চালাচ্ছিলেন। আলম পেশায় ব্যবসায়ী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁকসা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০২:১১
Share:

বিরুডিহায় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। নিজস্ব চিত্র

প্রথমে ভ্যানে ধাক্কা কন্টেনারের। পরে সেই কন্টেনারে আবার ধাক্কা মারল একটি গাড়ি। শনিবার ভোরে পানাগড়ের বিরুডিহার কাছে, ২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। এই জোড়া দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। জখম তিন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলাবোঝাই একটি কন্টেনার দ্রুত গতিতে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। তার সামনে ছিল একটি পিকআপ ভ্যান। কন্টেনারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা মারে। ভ্যান উল্টে জখম হন তিন জন। মিনিট খানেক বাদেই, অন্য আরও একটি গাড়ি এসে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত ওই কন্টেনারের পিছনে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় আলম কাজী (৩৫) ও বাদশা শেখ (৩৬) নামে পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ারের দুই বাসিন্দার। বাদশাই গাড়ি চালাচ্ছিলেন। আলম পেশায় ব্যবসায়ী। কাঁকসা থানার পুলিশ জখম তিন জনকে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায়। দেহ দু’টি ময়না-তদন্তের জন্য ওই হাসপাতালেই পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। জোড়া দুর্ঘটনার জেরে ঘণ্টাখানেক যানজট তৈরি হয় ওই এলাকায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীদের অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই গাড়িটি কন্টেনারে ধাক্কা মারে।

Advertisement

রাজ্য সরকার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি চালাচ্ছে বেশ কিছু দিন। কিন্তু তার পরেও জাতীয় সড়ক বা রাজ্য সড়কগুলিতে দুর্ঘটনায় লাগাম টানা যাচ্ছে না। এ দিনের দুর্ঘটনাস্থল, বিরুডিহাতেই সম্প্রতি কলকাতা থেকে বিহারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জখম হন ১০ জন যাত্রী। জুলাই মাসে ট্রাক উল্টে জখম হন চালক। এ ছাড়া গত বছর মে মাসে মায়ের সঙ্গে স্কুটিতে চড়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মারা যায় এক কিশোর।

পুলিশের দাবি, ঠিকমতো ট্র্যাফিক নিয়ম না মানার জন্যই বার বার দুর্ঘটনা ঘটছে। পুজোর আগে পথ-নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেক এলাকাবাসীই। তবে পুলিশের আশ্বাস, ট্র্যাফিক নিয়ন্ত্রণে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement