বাসের ধাক্কা, মৃত্যু দুই বন্ধুর

স্থানীয় বাসিন্দারা জানান, ভিন্‌ রাজ্যে মিষ্টির দোকান রয়েছে কমলেশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ০০:০০
Share:

ধুলোমাখা এসটিকেকে রোড, কালনায়। নিজস্ব চিত্র

বড়দিনের রাতে পিঠেপুলি উৎসব দেখে দু’টি মোটরবাইকে ফিরছিল চার বন্ধু। বাসের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ কালনার এসটিকেকে রোডে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রাস্তার হাল এতটাই খারাপ যে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বাইকটিও দ্রুত গতিতে চলছিল বলে দাবি ঘটনার প্রত্যক্ষদর্শীদের। পুলিশ জানিয়েছে, মৃত দেবাশিস হালদার (১৬) এবং কমলেশ হালদার (২৩) কালনা ১ ব্লকের বেলকুলি মাইলপাড়া এলাকার বাসিন্দা।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, ভিন্‌ রাজ্যে মিষ্টির দোকান রয়েছে কমলেশের। ফেরার পথে তিনিই বাইকটি চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন পেশায় মার্বেল মিস্ত্রি দেবাশিস। তাঁদের পিছনে আর একটি বাইকে ছিলেন আরও দু’জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, নন্দগ্রাম, কালীতলা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি যাত্রিবাহী বাস ধাক্কা মারে বাইকটিকে। ছিটকে পড়েন কমলেশ ও দেবাশিস। ঘটনাস্থলেই মারা যান কমলেশ। গুরুতর আহত অবস্থায় দেবাশিসকে কালনা হাসপাতালে আনা হলে রাতে সেখানেই মারা যান তিনি। ঘটনার জেরে পিছনে থাকা বাইকটিও নিয়ন্ত্রণ হারায়। পড়ে যান চালক ও আরোহী। তবে আঘাত তেমন গুরুতর নয় তাঁদের।

দুর্ঘটনার জন্য এলাকার অনেকেই এসটিকেকে রোডের দুর্দশাকে দায়ী করেছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এসটিকেকে রোডের নানা জায়গায় ছোট, বড় অজস্র গর্ত তৈরি হয়েছে। যার জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। এলাকার বাসিন্দা সুমন্ত বিশ্বাস, সন্দীপ হালদারেরা বলেন, ‘‘রাস্তা খারাপের জন্যই দুর্ঘটনায় পড়তে হয় কমলেশ এবং দেবাশিসকে। গাড়ি চালক কমলেশের মাথায় হেলমেটও ছিল।’’ আবার কয়েকজনের দাবি, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে রাস্তা খুব একটা খারাপ নয়। বাইক জোরে চলাতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা লেগেছে, দাবি তাঁদের। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement