Electrocuted to death

ক্ষেতের সাব-মার্সিবল পাম্পের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাটোয়ায় মৃত দুই কৃষক

মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আউড়িয়া গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ০১ জুন ২০২১ ২২:৫৫
Share:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত লক্ষ্মী সাঁতরা এবং বিধান সাঁতরা। নিজস্ব চিত্র।

চাষের ক্ষেতে ছিঁড়ে পড়ে থাকা সাবমার্সিবল পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই কৃষকের। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আউড়িয়া গ্রামে। মৃতরা হলেন লক্ষ্মী সাঁতরা (৫৫) এবং বিধান সাঁতরা(৪৮)। মৃত দু’জনেরই বাড়ি আউড়িয়া গ্রামে। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কাটোয়া থানা জানিয়েছে, দুই কৃষকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, সকালে চাষের জমির অবস্থা দেখতে মাঠে গিয়েছিলেন বিধান। সাব-মার্সিবল পাম্পের বিদ্যুতের তার যে মাঠেই ছিঁড়ে পড়েছিল, তা তিনি দেখতে পাননি। সেই তারে পা ঠেকে যাওয়ার তিনি বিদ্যুৎপৃষ্ট হন। কারও নজরে না পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েই দীর্ঘক্ষণ তিনি মাঠে পড়ে ছিলেন। কিছুটা সময় বাদে আউড়িয়া লক্ষ্মী মাঠে যান। প্রতিবেশী বিধানকে অচৈতন্য অবস্থায় চাষের ক্ষেতে পড়ে থাকতে দেখে তিনি তুলতে যান। তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে শুরু করেন । মাঠের অন্য প্রান্তে থাকা কয়েকজন তা দেখে ছুটে গিয়ে সাবমার্সিবল পাম্পের মেইন সুইচ অফ করে দেন । তাঁরাই দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয় নি। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement