স্বপন দাশগুপ্ত। ফাইল চিত্র।
বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত ফের রাজ্যসভার মনোনীত সাংসদ হলেন। বিধানসভা ভোটে হারার ঠিক এক মাসের মাথাতেই। মঙ্গলবার এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
২০১৬-র এপ্রিলে রাজ্যসভার মনোনীত সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন স্বপন। গত মার্চে বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরে বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইটারে অভিযোগ তুলেছিলেন সংসদীয় আইন ভেঙে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন স্বপন। মহুয়ার অভিযোগ ছিল, সংবিধানের দশম তফসিলে বলা রয়েছে, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য শপথগ্রহণ করার ৬ মাস পর যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তা হলে তাঁর সাংসদ পদ বাতিল হওয়ার কথা।
বিতর্ক দানা বাঁধতেই সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন স্বপন। কিন্তু হুগলি জেলার তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে লড়ে হেরে যান। ঘটনাচক্রে বিধানসভা ভোটের ফল প্রকাশের এক মাসের মাথাতেই ফের সংসদের উচ্চকক্ষের মনোনীত সদস্য হলেন তিনি। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুযায়ী রাজ্যসভায় মোট ১২ জনকে মনোনীত করেন রাষ্ট্রপতি।