—নিজস্ব চিত্র।
চালকের অনুপস্থিতিতে তেল বোঝাই লরি নিয়ে চম্পট দিয়েছিল খালাসি। শুক্রবার ঝাড়খণ্ড থেকে ওই ১২ চাকার লরি উদ্ধার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। তবে অভিযুক্ত খালাসি পলাতক।
ভোজ্য তেল নিয়ে বিহার থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল ওই লরিটি। যাওয়ার পথেই গত রবিবার রাতে দেবপুরের কাছে লরিটি খালাসি রাজীব রাণার জিম্মায় রেখে বাড়িতে বিশ্রাম নিতে গিয়েছিলেন চালক সাকের মুন্সি। সেই সুযোগেই লরি নিয়ে পালিয়েছিল রাজীব। সোমবার রাতে সাকের ফিরে এসে দেখেন লরি নেই। সঙ্গে সঙ্গেই খবর দেন লরির মালিক বর্ধমান শহরের বাসিন্দা করমজিৎ সিংহকে। তিনি লরি চুরির খবর পেয়েই অভিযোগ দায়ের করেন ভাতার থানায়।
ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ পেয়েই ঝাড়খণ্ডের দুমকা জেলার টোংরা থানায় যোগাযোগ করা হয়। ওখানকার পুলিশ তল্লাশি চালিয়ে লরিটির খুঁজে বের করলেও আগাম খবর পেয়ে পালায় অভিযুক্ত খালাসি। এখন তারই খোঁজ চলছে।