কর্মবিরতির জেরে বিপাক

বিচারকের সঙ্গে দুর্ব্যবহারে অভিযুক্ত এক চিকিৎসককে গ্রেফতারের দাবিতে বুধবার থেকে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন আসানসোলের আইনজীবীরা। তার ফলে বিপাকে পড়েছেন কয়েকশো বিচারপ্রার্থী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০০:৪৬
Share:

বিচারকের সঙ্গে দুর্ব্যবহারে অভিযুক্ত এক চিকিৎসককে গ্রেফতারের দাবিতে বুধবার থেকে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন আসানসোলের আইনজীবীরা। তার ফলে বিপাকে পড়েছেন কয়েকশো বিচারপ্রার্থী।

Advertisement

ওই চর্মরোগ বিশেষজ্ঞ এসিজেএম-এর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। তবে সে জন্য বার অ্যাসোসিয়েশন কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ বিচারপ্রার্থী থেকে আইনজীবীদের একাংশও। তাঁদের বক্তব্য, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি বিচারাধীন। তবু কেন কর্মবিরতি করে বিচারপ্রার্থীদের বিপাকে ফেলা হচ্ছে, সেটাই তাঁদের প্রশ্ন। যদিও আসানসোল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী মণ্ডল বলেন, ‘‘ওই ঘটনায় বিচার বিভাগ আক্রান্ত হয়েছে বলে আমরা মনে করি। বিচার বিভাগের সম্মান অটুট রাখার স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত।’’

আইনজীবীদের আন্দোলন শুরুর পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন বছর আশির ওই চিকিৎসক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিবারের তরফে জানানো হয়, তিনি এখন কলকাতায় চিকিৎসাধীন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের আসানসোল শাখার প্রাক্তন সভাপতি কল্যাণবাবুর ইতিমধ্যে হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়েছে। সম্প্রতি কলকাতায় চিকিৎসকদের একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাস দেড়েক হাসপাতালে ভর্তি ছিলেন। বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তাঁর ছেলে রঘুনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিষয়টি বিচারাধীন। তাই কোনও মন্তব্য করতে চাই না। তবে কোনও অন্যায় হয়ে থাকলে বাবা দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন।’’ আইএমএ-র আসানসোল শাখা এ বিষয়ে পদক্ষেপ ঠিক করতে আজ বৃহস্পতিবার বৈঠক ডেকেছে। সংগঠনের সম্পাদক রহুল আমিন বলেন, ‘‘আমরা বিচারকের প্রতি সম্মান জানিয়ে বিষয়টির সন্তোষজনক সমাধানের আবেদন জানিয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement