Bardhaman

ষষ্ঠ দফার ভোটে বিজেপি কর্মীদের মারধর, হুমকি প্রাণনাশের! খণ্ডঘোষে গ্রেফতার তৃণমূল কর্মী

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়ে ডেকে পাঠায় পুলিশ। কিন্তু, সেই নোটিস পাওয়ার পরে অভিযোগকারীদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ২০:২৫
Share:

—প্রতীকী চিত্র।

ষষ্ঠ দফার লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত খণ্ডঘোষে বেশ কয়েক জন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা নাম হাকিম শেখ। গত ২৫ মে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বিজেপি কর্মীদের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে তাঁর উপরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল কর্মীর বাড়ি খণ্ডঘোষ থানার পশ্চিমপাড়া এলাকায়। ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়ে ডেকে পাঠায় পুলিশ। কিন্তু, সেই নোটিস পাওয়ার পরে অভিযোগকারীদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি, মামলা প্রত্যাহার না-করলে প্রাণে মেরে ফেলারও শাসানি দেওয়া হয়। তার পরেই শুক্রবার সকালে বাড়ি থেকে হাকিম নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়েছিল। জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ার পর অবশ্য ধৃতের জামিন মঞ্জুর করেছেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিশ এবং আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২৫ মে লোকসভার ভোটগ্রহণ শেষ হওয়ার পর পরমেশ্বর মাঝি, সুভাষ রুইদাস-সহ বেশ কয়েক জন বিজেপি কর্মী ২৪৬ ও ২৪৭ নম্বর বুথ থেকে বাড়ি ফিরছিলেন। গুঁইরগ্রামে তৃণমূল পার্টি অফিসের সামনে কয়েক জন লাঠি, রড নিয়ে তাঁদের ঘিরে ধরে মারধর করেন বলে অভিযোগ। পরমেশ্বরকে রাস্তার পাশে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়। সাঁতার জানায় তিনি জল থেকে উঠতে সক্ষম হন বলে পুলিশে অভিযোগ করেন। পরেদিন বিজেপি কর্মী পিন্টু রুইদাস ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement