Lok Sabha Election 2024

৫২১ বার! এই লোকসভা ভোটের প্রচারে সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার তৃণমূলের, জানাল কমিশন

নির্বাচন কমিশন জানাচ্ছে, বাংলায় ভোটপ্রচারে নির্দল এবং কংগ্রেস দু’বার হেলিকপ্টার ব্যবহার করেছে। সিপিএম এক বারও কপ্টার ব্যবহার করেনি। বিজেপি বাংলায় প্রচারে ১২৪ বার কপ্টার ব্যবহার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ১৭:৫৩
Share:

হেলিকপ্টারে চেপে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

চলতি লোকসভা ভোটের প্রচারে সবচেয়ে বেশি বার হেলিকপ্টার ব্যবহার করেছে তৃণমূল। নির্বাচন কমিশন সূত্রে খবর, গোটা নির্বাচনে বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রচার কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করেছে ৫২১ বার। অন্য দিকে, রাজ্যে মোট ১২৪টি কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করেছে বিজেপি। কমিশন সূত্রে খবর, কংগ্রেসের হেলিকপ্টার ব্যবহারের সংখ্যা দু’টি। দু’টি কর্মসূচিতে তারা কপ্টার ব্যবহার করেছে। বাংলায় বামেরা এ বারের প্রচারে কোনও হেলিকপ্টার ব্যবহার করেনি।

Advertisement

নির্বাচন কমিশনের তথ্য বলছে, তৃণমূল মোট ৬৭৬ বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিল। অনুমোদন পেয়েছে ৫২১ বার। বিজেপি ১৮৩ বার প্রচারে কপ্টার ব্যবহার করেছে। পাশাপাশি, নির্দল প্রার্থীরাও দু’বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়ে দু’বারই ছাড়পত্র পেয়েছে। তাদের কপ্টার ব্যবহারের সংখ্যার সঙ্গে কংগ্রেস সমান।

উল্লেখ্য, ভোটের প্রচারে দেশের মধ্যে এগিয়ে আছে বাংলা। এ রাজ্যে প্রায় ১ লক্ষ সভা, মিছিল-সহ নানা কর্মসূচি করেছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আর কোনও রাজ্যে ভোটের প্রচারে এত বেশি সভা, মিছিল ইত্যাদি হয়নি।

Advertisement

বৃহস্পতিবার শেষ দফার ভোটপ্রচার শেষে কমিশন সূত্রে জানা যায়, বাংলায় কর্মসূচি করতে চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে এক লক্ষ ১৯ হাজার ২৭৬ আবেদন জমা পড়ে। তার মধ্যে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়। রাজ্যের মধ্যে আবার সবচেয়ে বেশি প্রচার হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে ১০,৬৮৮টি কর্মসূচি হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement