TNC

দলের বিরুদ্ধে পথে তৃণমূলের শিক্ষা সেল

আসানসোলের রাজপথে শিক্ষকরা প্রতিবাদ মিছিল করলেন মঙ্গলবার। স্থানীয় টিজি মোড় থেকে জিটি রোডের উপর দিয়ে সিটি বাস স্ট্যান্ড অবধি মিছিলটি যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৮:৩১
Share:

আসানসোলের রাজপথে শিক্ষকরা প্রতিবাদ মিছিল করলেন মঙ্গলবার। নিজস্ব চিত্র

পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের শিক্ষা সেলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথে নামলেন শিক্ষকরা। তাঁদের অভিযোগ, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিভিন্নভাবে জেলার শিক্ষক সমাজকে অপমান করছে, তাঁদের বিভিন্নভাবে বঞ্চিত করছে।

Advertisement

আসানসোলের রাজপথে শিক্ষকরা প্রতিবাদ মিছিল করলেন মঙ্গলবার। স্থানীয় টিজি মোড় থেকে জিটি রোডের উপর দিয়ে সিটি বাস স্ট্যান্ড অবধি মিছিলটি যায়। তাঁদের অভিযোগ, তাঁরা তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্নভাবে শিক্ষকেরা অপমানিত ও বঞ্চিত হচ্ছেন বিভিন্ন বিষয়ে।

আসানসোল পুরনিগমের মেয়াদ ১৫ অক্টোবর শেষ হওয়ার পর প্রশাসক বোর্ডের সদস্য করা হয় তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার প্রবক্তা তথা শিক্ষকদের রাজ্য নেতা অশোক রুদ্রকে। ১৬ই ডিসেম্বর সেই বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি ইস্তফা দেওয়ার পর যে নতুন কমিটি গঠন হয়, তাতে আর অশোককে রাখা হয়নি। কাউন্সিলর না থাকা সত্ত্বেও তাঁকে কেনই বা কমিটিতে রাখা হল, কেনই বা দু’মাস পরে তাঁকে কমিটি থেকে বের করে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন মিছিলে অংশগ্রহণকারী শিক্ষকেরা।

Advertisement

তৃণমূলের শিক্ষা সেলের আসানসোলের সভাপতি রাজীবের দাবি, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে সকল শিক্ষক-শিক্ষিকারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাঁদের একটাই প্রশ্ন, কেন শিক্ষকেরা বিভিন্নভাবে অপমানিত হবেন? কেন শিক্ষক সমাজ তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা কমিটি থেকে বিভিন্নভাবে বঞ্চিত হবে? তার জবাব দিক পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা কমিটি। তবে এ বিষয়ে তৃণমূলের কেউই কোনও মন্তব্য করতে চাইছে না। এখনও অবধি জেলা সভাপতির নাম ঘোষণা হয়নি। মিছিলে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর করিমুল হক-সহ কয়েকশো শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন, যাঁরা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষক। এ ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারাও ছিলেন বলে জানিয়েছেন শিক্ষক নেতৃত্ব।

আরও পড়ুন:‘ক্ষুব্ধ’ রেজিনগরের সেই হুমায়ুন, এ বার তোপ জেলা সভাপতির বিরুদ্ধে

আরও পড়ুন: ‘সুদীপ্তর থেকে কোটি টাকা ঘুষ’! শোভনকে গ্রেফতারের দাবি কুণালের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement