Shatabdi Express

নয়াদিল্লি স্টেশনে ‘উধাও’ শতাব্দী এক্সপ্রেসের আস্ত কামরা! শুরু হল খোঁজ, তার পর...

প্রায় দু’ঘণ্টা পরে ট্রেন ছাড়ে নয়াদিল্লি স্টেশন থেকে। তাতে যদিও যাত্রীদের ক্ষোভ কমেনি। তাঁরা তদন্তের দাবি তুলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৩
Share:

(বাঁ দিকে) দিল্লি-অমৃতসর শতাব্দী এক্সপ্রেসের কামরায় অপেক্ষমান যাত্রীরা। স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু যাত্রী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

দিল্লি থেকে শনিবার সকাল ৭টা ২০ মিনিটে অমৃতসরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল শতাব্দী এক্সপ্রেসের। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ছাড়েনি ট্রেন। যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। রেল কর্তৃপক্ষকে বিলম্বের কারণ জিজ্ঞেস করার পর যা শুনতে পান, তাতে বিস্মিত হন তাঁরা। আস্ত একটা কামরা ট্রেনের সঙ্গে জুড়তে ভুলে গিয়েছেন রেলকর্মীরা। প্রায় দু’ঘণ্টা পর ট্রেন ছাড়ে নয়াদিল্লি স্টেশন থেকে। তাতে যদিও যাত্রীদের ক্ষোভ কমেনি। তাঁরা তদন্তের দাবি তুলেছেন। উত্তর রেল এই নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

Advertisement

সমাজমাধ্যমে নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের ক্ষোভের বেশ কিছু ভিডিয়ো প্রকাশিত হয়েছে (আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-র জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। বাদানুবাদ চলছে। একটি সংবাদ মাধ্যমের দাবি, রেল কর্তৃপক্ষ ভুলের কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, ‘তদারকির ভুল’-এ এগ্‌জিকিউটিভ কামরাটি শতাব্দী এক্সপ্রেসে জোড়া হয়নি। কী ভাবে এই ভুল হল, তা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ।

ওই শতাব্দী এক্সপ্রেসের বহু যাত্রী ইতিমধ্যে সমাজমাধ্যমে পোস্ট দিয়ে ভারতীয় রেলের সমালোচনা করেছেন। অনেক যাত্রী জানিয়েছেন, গন্তব্যে তাঁদের নির্ধারিত কিছু কাজ ছিল। কারও গন্তব্যে পৌঁছে অফিসের বৈঠক করার কথা ছিল, কারও কলেজের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল। ট্রেন দেরিতে চলার কারণে সেই কাজ করতে পারেননি। পর্যটকেরাও বিপাকে পড়েছেন। এই নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন ওই যাত্রীরা। রেলের অ্যাপ থেকে জানা গিয়েছে, নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পরে নয়াদিল্লি স্টেশন থেকে ছেড়েছে দিল্লি-অমৃতসর শতাব্দী এক্সপ্রেস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement