Subrata Mukherjee

রাজ্যপালকে নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে, ওঁর কথা বলা উচিত, বলছেন সুব্রত

বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল মুখপাত্র দেবাঞ্জনের দেহরক্ষীর দু’টি ছবি প্রকাশ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ২১:৪৪
Share:

সুব্রত মুখোপাধ্যায় নিজস্ব চিত্র

জাল টিকা-কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের দেহরক্ষী অরবিন্দ বৈদ্যের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ছবি প্রকাশ্যে এনেছে তৃণমূল। বৃহস্পতিবার এ নিয়ে মুখ খোলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বর্ধমান টাউনহলে মহিলা তৃণমূলের রক্তদান শিবিরে যোগ দিতে এসে তিনি বলেন, ‘‘বিষয়টি সংবাদমাধ্যমে দেখেছি। এই রাজ্যপালকে নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে। কী আছে না আছে, তা উনিই বলতে পারবেন। ওঁরই এ নিয়ে বলা উচিত।’’

Advertisement

সুব্রত আরও বলেন, ‘‘তদন্ত হচ্ছে। আরও হবে।’’ দুর্নীতি নিয়ে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গ পঞ্চায়েত মন্ত্রী বলেন, ‘‘ওরা তো অনেক কথাই বলে থাকে।’’

বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। সেখানেই দেবাঞ্জনের দেহরক্ষীর দু’টি ছবি প্রকাশ করেন তিনি। একটিতে খোদ দেবাঞ্জনের সঙ্গে, অন্যটিতে রাজ্যপাল ও তাঁর পরিবারের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ওই দেহরক্ষীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement