সুনীল মণ্ডল। —ফাইল চিত্র।
ভোটের আগে অমিত শাহের যোগদান সভায় ছিলেন। দলের হয়ে প্রচারেও বেরিয়েছেন। যদিও বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের দাবি, তিনি বিজেপি-র সদস্যপদই গ্রহণ করেননি। তা নিয়ে সুনীলকে তীব্র আক্রমণ করলেন বর্ধমান জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক শ্যাম রায়। সুনীলকে ‘ধান্দাবাজ’ বলে কটাক্ষ করলেন তিনি।
বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর থেকেই বেসুরো ছিলেন সুনীল। তার মধ্যেই সোমবার তৃণমূল সাংসদদের সঙ্গে মিলে পেগাসাস নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায় তাঁকে। তা নিয়ে প্রশ্ন করলে জানিয়ে দেন, বিজেপি-র সদস্যপদ গ্রহণই করেননি তিনি। আগেও তৃণমূলে ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন।
সুনীলের এই মন্তব্য নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন শ্যাম। তিনি বলেন, ‘‘উনি এক জন চিটিংবাজ। ধান্দাবাজ। ভোটের আগে সুবিধা পেতে বিজেপি-তে এসেছিলেন। এঁদের মতো লোকের জন্যই দল হেরেছে। আসলে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, এরাও তেমন ক্ষমতার মধু ছাড়া বাঁচতে পারে না। ভোটের আগে এঁদের জ্ঞান শুনতে হয়েছে। কেন্দ্রীয় নেতারা বুঝুন এ বার।’’
সুনীল ফিরতে চাইলেও, তাঁকে নেওয়ার সম্ভাবনা আগেই খারিজ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এ সব ঠিক করেন। তাঁরা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন,তা মেনে নিতে হবে।’’ যদিও তৃণমূল নেতৃত্ব সুনীলকে নিয়ে নিজেদের অবস্থান নিয়ে এখনও নীরব।