Adivasis

World Indigenous Day: বিশ্ব আদিবাসী দিবসে বর্ধমানের জামালপুরে ‘দুয়ারে শংসাপত্র’ প্রশাসনের

সোমবার সকালে এই কর্মসূচির সূচনা করেন বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলোক মাঝি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ২৩:১৬
Share:

নিজস্ব চিত্র।

বিশ্ব আদিবাসী দিবসের দিনে ‘দুয়ারে’ জাতিগত শংসাপত্র পেলেন আবেদনকারী আদিবাসীরা। সোমবার বিডিও-র দফতরে বিশেষ কর্মসূচির আয়োজন করে শংসাপত্র বিলি করে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক প্রশাসন।

Advertisement

সোমবার সকালে এই কর্মসূচির সূচনা করেন বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলোক মাঝি। ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান ও জনপ্রতিনিধিরা বিভিন্ন গ্রামে থাকা আদিবাসী-সহ অন্য পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজনের বাড়িতে গিয়ে তাঁদের জাতিগত শংসাপত্র পৌছে দেন। আদিবাসী দিবসের দিনে বাড়িতে বসে জাতিগত শংসাপত্র পেয়ে খুশি আবেদনকারীরা।

বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল ’দুয়ারে সরকার’ কর্মসূচি। রাজ্য সরকারের চালু করা এই কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর পর থেকেই ’দুয়ারে রেশন’ , ’দুয়ারে পুলিশ’ প্রভৃতি কর্মসূচি নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। তারই অনুকরণে বিশ্ব আদিবাসী দিবসের দিনে আবেদনকারী আদিবাসীদের ‘দুয়ারে জাতিগত শংসাপত্র প্রদান’ কর্মসূচি নেয় জামালপুর ব্লক প্রশাসন।

Advertisement

বিডিও শুভঙ্কর বলেন, “দুয়ারে ‘জাতিগত শংসাপত্র প্রদান কর্মসূচির’ মাধ্যমে সোমবার ৮৯২ জন জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। আগামী দিনেও এমন আরও জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।’’

বিধায়ক অলক বলেন, ‘‘আগে কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য মানুষজনকে চূড়ান্ত হয়রান হতে হত। নানা দফতরে ঘুরেও মিলত না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হওয়ার পর জটিলতার দিন শেষ হয়েছে। এখন ঘরে বসেই মানুষজন জাতিগত শংসাপত্র পেয়ে যাচ্ছেন।’’

মেহমুদের কথায়, ‘‘সোমবার বাড়িতে বসেই জামালপুরের ৮৯২ জন জাতিগত শংসাপত্র পেলেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার আগামী দিনেও মানুষের পাশে এভাবেই থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement