BJP Congress

বিজেপির সঙ্গে আপনাদের ফারাক কোথায়? প্রশ্নের মুখে রাহুল গান্ধী, কী জবাব বিরোধী দলনেতার

আইআইটি মাদ্রাসের একটি আলোচনাসভায় যোগ দিয়েছিলেন রাহুল। সেখানেই ছাত্রছাত্রীরা কংগ্রেস এবং বিজেপির তফাত জিজ্ঞাসা করেন। রাহুল তার উত্তরও দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৩:৩৬
Share:

আইআইটি মাদ্রাসের আলোচনাসভায় যোগ দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

বিজেপির সঙ্গে তফাত কোথায় কংগ্রেসের? আইআইটি মাদ্রাসে গিয়ে এমন প্রশ্নেরই মুখোমুখি হতে হল লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। প্রশ্নের জবাবও দিলেন তিনি। দুই রাজনৈতিক দলের মধ্যে ফারাক বুঝিয়ে নিজের মতো ব্যাখ্যা দিলেন।

Advertisement

আইআইটি মাদ্রাসের একটি আলোচনাসভায় যোগ দিয়েছিলেন রাহুল। দেশের শিক্ষাব্যবস্থা কেমন হওয়া উচিত, কী করলে তা আরও উন্নত হবে, তা নিয়ে নিজের মতামত জানান। ওই আলোচনাসভায় ছাত্রছাত্রীরা রাহুলকে কংগ্রেস এবং বিজেপির তফাত জিজ্ঞাসা করেন। রাহুল জানান, দুই দলের মধ্যে একটি স্বাভাবিক প্রবণতাগত পার্থক্য রয়েছে। কংগ্রেস এবং ইউপিএ সাধারণত সম্পদের সম এবং ন্যায্য বণ্টনে বিশ্বাস করে। তার মাধ্যমেই বৃদ্ধি এবং উন্নতি ব্যাপকতর হতে পারে বলে তাদের মত। কিন্তু এ ক্ষেত্রে বিজেপির বিশ্বাসে ফারাক আছে। রাহুল বলেন, ‘‘বিজেপি সাধারণত সমৃদ্ধিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ওরা যেটা বিশ্বাস করে, অর্থনীতির ভাষায় তাকে বলে ট্রিক্‌ল-ডাউন।’’ বস্তুত, অর্থনৈতিক অগ্রগতির জন্য সমাজের উঁচু স্তরকে অসম ভাবে সাহায্য করা এবং তার ফলে সামগ্রিক ভাবে অর্থনৈতিক উন্নতি হবে বলে বিশ্বাস করার নীতিকে অর্থনীতির পরিভাষায় ‘ট্রিক্‌ল-ডাউন’ বলা হয়। বিজেপির কথা বলতে গিয়ে সেই নীতির কথাই বলেছেন রাহুল।

দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন কী ভাবে সম্ভব? তা নিয়ে কথা বলতে গিয়ে রাহুল বলেন, ‘‘আমি বিশ্বাস করি, সাধারণ মানুষকে উন্নত মানের শিক্ষাব্যবস্থা উপহার দেওয়া যে কোনও সরকারের কর্তব্য। শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারিকরণ বা শুধু আর্থিক সাহায্যের মাধ্যমে এটা সম্ভব নয়। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আরও খরচ করতে হবে সরকারকে।’’ ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার ভিডিয়োর কিছু অংশ সমাজমাধ্যমে পোস্ট করেছেন বিরোধী দলনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement