বিজেপির ‘কৃষক সুরক্ষা যাত্রা’ কর্মসূচি। নিজস্ব চিত্র।
কৃষি আইনের সমর্থনে মোটরবাইক মিছিলের আয়োজন করেছিল বিজেপি। রবিবার দুর্গাপুরে সেই মিছিল আটকে দেয় পুলিশ। এর পরেই শুরু হয় রাজনৈতিক চাপান-উতোর। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের কথাতেই পুলিশ এই পদক্ষেপ করেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ও পুলিশ।
বিজেপি নেতৃত্ব জানান, রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রে কৃষি আইনের সমর্থনে ‘কৃষক সুরক্ষা যাত্রা’ বার করা হচ্ছে। সেই মতো এ দিন বিকেলে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। গ্যামন ব্রিজ থেকে শুরু হয়ে সেন মার্কেট, শ্যামপুর বাজার, নডিহা হয়ে বাবনাবেড়া পর্যন্ত মোটরবাইক মিছিলের পরে সভা করার কথা ছিল বিজেপির। কিন্তু গ্যামনব্রিজ এলাকার শুরুতেই রাস্তার উপরে ব্যারিকেড দেয় পুলিশ। মহিলাদের সামনে রেখে বিজেপির মিছিল ব্যারিকেডের কাছে চলে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, এর পরে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি নেতা, কর্মীদের একাংশ। তবে, পুলিশ শেষ পর্যন্ত তাঁদের আটকে দেয়।
এ দিন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির অন্যতম রাজ্য সহ-সভাপতি রীতেশ তিওয়ারি, জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই প্রমুখ। রীতেশবাবুর অভিযোগ, ‘‘বিজেপির কর্মসূচি বাতিল করতে তৃণমূলও এ দিন কর্মসূচি নিয়েছিল। কিন্তু বিজেপির কর্মসূচির প্রায় দেড় ঘণ্টা পরে তৃণমূলের কর্মসূচি হওয়ার কথা ছিল। তার পরেও তৃণমূলের কথায় বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ।’’ দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির দায়িত্বপ্রাপ্ত অন্যতম নেতা কল্যাণ দুবেও বলেন, ‘‘বিনা কারণে আমাদের শান্তিপূর্ণ মিছিল আটকে দেওয়া হল।’’
তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। বিনা অনুমতিতে মোটরবাইক র্যালি করতে গিয়েছিল বিজেপি। তাই পুলিশ আটকে দিয়েছে।’’ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক কর্তারও দাবি, বিজেপির ওই মোটরবাইক র্যালির কোনও অনুমতি নেওয়া হয়নি। তাই আটকেদেওয়া হয়।
পাশাপাশি, দুর্গাপুরে কৃষি আইনের বিরোধিতায় বিকেলে মিছিল করে তৃণমূল। ট্রাক্টর, লাঙল প্রভৃতি নিয়ে মিছিল হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর বিশ্বনাথ পাড়িয়াল, দুর্গাপুর পুরসভার ৪ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, ৩ নম্বর ব্লক সভাপতি শিপুল সাহা প্রমুখ। পদযাত্রা শেষে সুকান্তপল্লিতে সভা হয়।