BJP

বিজেপির দুই নেতার মন্তব্যে চাপানউতোর

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে জামগ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিজেপির জমায়েত শুরু হয়। দুপুর দেড়টা নাগাদ শুরু হয় মিছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ০৪:৪৮
Share:

বিজেপির মিছিল। বৃহস্পতিবার বারাবনিতে দিনভর। নিজস্ব চিত্র।

গত ৫ ডিসেম্বর বিজেপি-তৃণমূল সংঘর্ষে তেতে উঠেছিল বারাবনি। এর পরে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বারাবনির জামগ্রাম থেকে কাপিষ্ঠা পর্যন্ত মিছিল করল বিজেপি। আজ, শুক্রবার ওই একই জায়গায় পাল্টা মিছিলের ডাক দিয়েছে তৃণমূলও। এ দিকে, বিজেপির মিছিল শেষে সভা থেকে বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ফের ‘এনকাউন্টার’-তত্ত্বকেই সামনে এনেছেন। এই মন্তব্যকে কেন্দ্র করে ফের দানা বেঁধেছে বিতর্ক।

Advertisement

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে জামগ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিজেপির জমায়েত শুরু হয়। দুপুর দেড়টা নাগাদ শুরু হয় মিছিল। মিছিলের নেতৃত্ব দিয়েছেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, দলের জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই-সহ অন্যেরা। মিছিল শেষে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্ব। সেখান থেকে বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণবাবু বলেন, ‘‘এ বার বিধানসভা ভোটে বদল হবেই। সঙ্গে বদলাও নেওয়া হবে।’’ তাঁর সংযোজন: ‘‘অনেক অন্যায় সয়েছি। আর নয়। এ বার তাই প্রতিশোধ নেওয়া হবে।’’ রাজুবাবু বলেন, ‘‘আমাদের নেতা-কর্মীদের উপরে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে, পুলিশ দিয়ে ওদের এনকাউন্টার করানো হবে। আমরা যদি মনে করি, তৃণমূলের অফিস গুঁড়িয়ে দিতে পারি।’’

ঘটনাচক্রে, এর আগেও রাজ্য বিজেপি নেতৃত্বের মুখে ‘এনকাউন্টার’-তত্ত্ব শোনা গিয়েছে। গত বছর জুনে বাঁকুড়া থেকে রাজুবাবু ও বসিরহাট থেকে বিজেপি নেতা সায়ন্তন বসুর মুখেও ‘এনকাউন্টার’ করার কথা শোনা গিয়েছিল।

Advertisement

এই ‘তত্ত্ব’-এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, ‘‘এখানকার বাসিন্দারা শান্তিপ্রিয় ও উন্নয়নের পক্ষে। এমন উস্কানিমূলক মন্তব্য করে এঁরা অশান্তি পাকানোর চেষ্টা করছেন।’’ তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারিও বলেন, ‘‘ওঁরা সর্বক্ষণই হামলার কথা বলছেন। মানুষ এর বিচার করবেন।’’

এ বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, ‘‘রাজনৈতিক নেতারা প্রায়ই বেফাঁস মন্তব্য করেন, যা কাম্য নয়। নির্দিষ্ট অভিযোগ হলে পুলিশ মামলা করে।’’

এ দিকে, এ দিন বিজেপির মিছিলকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। পুরো রাস্তা জুড়ে পুলিশের জিপকে টহল দিতে দেখা গিয়েছে। কপিষ্ঠায় যেখানে মঞ্চ বেঁধে সভার আয়োজন করেছিল বিজেপি, ঠিক তার পাশেই রয়েছে তৃণমূলের দলীয় কার্য়ালয়। পুলিশ সকাল থেকেই কার্যালয়ের চারপাশে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করেছিল। তৃণমূলের বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ জানান, আজ শুক্রবার জামগ্রাম থেকে কাপিষ্ঠা পর্যন্ত মিছিল করবেন তাঁরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement