বোমা থেকে বাঁচাবে প্যাড

মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছিল বর্ধমানের গুডস শেড রোডে। দু’দলের গোলমাল, বোমাবাজির মাঝেও নজর কাড়ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বর্ধমান সদর) প্রিয়ব্রত রায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ০৫:০০
Share:

প্যাড, হেলমেটে বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়। নিজস্ব চিত্র

পায়ে খাঁকি প্যান্টের উপর ক্রিকেটের প্যাড। মাথায় নীল হেলমেট। হাতে শুধু ব্যাটের বদলে লাঠি।

Advertisement

মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছিল বর্ধমানের গুডস শেড রোডে। দু’দলের গোলমাল, বোমাবাজির মাঝেও নজর কাড়ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বর্ধমান সদর) প্রিয়ব্রত রায়। কখনও পুলিশকর্মীদের কাছে খোঁজ নিচ্ছিলেন আরও ফোর্স কখন আসবে, কখনও নির্দেশ দিচ্ছিলেন, ‘জলদি আও’। প্রয়োজনে লাঠি উঁচিয়ে তেড়েও যাচ্ছিলেন জনতার দিকে।

এমন পোশাক কেন? অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, “প্যাড থাকলে বোমার স‌্প্লিন্টার, ইটের টুকরো পায়ে এসে লাগে না। প্যাড পড়ে ছুটতেও সুবিধা হয়।’’ গোলমাল একটু স্তিমিত হতে জানা গেল, প্যাডটি তাঁর নিজেরই।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের নানা ম্যাচে অনেক সময় এটি পড়েন ব্যাট ধরেন তিনি। আর এমন হেলমেট রাজ্যের সব থানাতেই গোটা ৫০ করে রয়েছে, দাবি পুলিশের। জেলা পুলিশের একাংশের মতে, অশান্তির সময়

ব্যারিকেড, গার্ড হাতে দৌড়তে অসুবিধে হয়। ভাল উপায় বাতলেছেন এএসপি সাহেব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement