Bus Accident

দু’টি বাসের রেষারেষিতে দুর্ঘটনা, একটির পিছনে ধাক্কা অপরটির, বরাকরে জখম অন্তত ১০

সোমবার একটি মিনি বাস এবং বরাকর-বাঁকুড়া গামী একটি বড় বাসের মধ্যে রেষারেষি চলছিল বরাকরের জিটি রোডে। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বড় বাসটি মিনি বাসের পিছনে ধাক্কা মারে বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ১৪:২২
Share:

বিদ্যুতের ট্রান্সফর্মারে বাসের ধাক্কা। — নিজস্ব চিত্র।

দু’টি বাসের রেষারেষির জেরে ঘটল দুর্ঘটনা। তার জেরে জখম হয়েছেন ১০-১২ জন। আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। সোমবার এই ঘটনা ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ফতেপুরের কাছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সোমবার একটি মিনি বাস এবং বরাকর-বাঁকুড়া গামী একটি বড় বাসের মধ্যে রেষারেষি চলছিল বরাকরের জিটি রোডে। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বড় বাসটি মিনি বাসের পিছনে ধাক্কা মারে বলে অভিযোগ। সেই ধাক্কার জেরে মিনি বাসটি ছিটকে গিয়ে ধাক্কা মারে বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে। তার জেরে দু’টি বাসেরই কয়েক জন যাত্রী জখম হন। তাঁদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বাসের রেষারেষির জেরে ওই এলাকায় প্রায়শই ঘটে দুর্ঘটনা। অনেকে জিটি রোড সম্প্রসারণের দাবিও তুলেছেন। সোমবারের দুর্ঘটনার জেরে যানজট দেখা দেয় জিটি রোডে। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement