Indian Army

স্ত্রীকে খুন করলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল, গুলি চালিয়ে মারলেন নিজেকেও

পঞ্জাবের ফিরোজপুরে কর্মরত ছিলেন ভারতীয় সেনার এক লেফটেন্যান্ট কর্নেল। ঘর থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। ঘটনার তদন্তে নেমেছে পঞ্জাব পুলিশ ও ভারতীয় সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ১৪:০৭
Share:

ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন সেনা আধিকারিক। প্রতীকী ছবি।

স্ত্রীকে খুনের পর গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক সেনা আধিকারিক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফিরোজপুরে। ঘর থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। সোমবার ভারতীয় সেনা সূত্রে এই খবর প্রকাশ্যে এসেছে।

Advertisement

মৃত সেনার ওই লেফটেন্যান্ট কর্নেল ফিরোজপুরে কর্মরত ছিলেন। বিয়ের পর থেকে ওই দম্পতির প্রায়শই ঝামেলা হত বলে প্রতিবেশীরা সংবাদমাধ্যমে জানিয়েছেন। সেনা সূত্রে খবর, ওই দম্পতি নিয়মিত কাউন্সেলিং করাতেন। রবিবার রাতে পারিবারিক অশান্তির কারণেই স্ত্রীকে খুন করে ওই সেনা আধিকারিক আত্মঘাতী হন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

সেনা আধিকারিকের ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে খুনের কথা সুইসাইড নোটে উল্লেখ করেছেন ওই সেনা আধিকারিক। ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

এই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় সেনা ও পঞ্জাব পুলিশ। মৃত সেনা আধিকারিকের নাম প্রকাশ করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement