Railway station

ফুট ওভার ব্রিজের স্ল্যাব ভেঙে মেমারিতে আহত ১

ফের স্টেশনের ফুটওভার ব্রিজের স্ল্যাব ভেঙে পড়ল পূর্ব বর্ধমানের মেমারিতে। জখম এক যাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ২০:৫৫
Share:

ভেঙে পড়া রেল ব্রিজ। নিজস্ব চিত্র

ফের স্টেশনের ফুটওভার ব্রিজের স্ল্যাব ভেঙে পড়ল পূর্ব বর্ধমানের মেমারিতে। জখম এক যাত্রী। স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে টিকিট কাউন্টারের দিকে নামার জায়গায় হঠাৎই চাঙড় ভেঙে যায়। জখম ওই যাত্রী নীচে পড়ে যান। তবে তাঁর তেমন চোট লাগেনি।

Advertisement

প্রত্যক্ষদর্শী অরূপ সেন বলেন, ‘‘ব্রিজ ভেঙে নীচে পড়ে যান ওই যুবক। তবে বড় ক্ষতি হয়নি। ফুট ওভার ব্রিজের অবস্থা খুবই খারাপ। ব্রিজের বিভিন্ন জায়গায় রড বেরিয়ে আছে। অথচ রেল প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। একই কথা বলেন স্থানীয় বাসিন্দা রমেন সাউ, ‘‘রেল প্রশাসন ব্রিজ মেরামতের জন্য কোন উদ্যোগ নেয়নি। বছর খানেক আগেও মেমারি স্টেশনে ৪ নম্বর প্লাটফর্মের উপরের স্ল্যাব ভেঙে পড়ে। তারপর আবার সোমবার একই ঘটনা ঘটল।’’

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কমল দেওদাস বলেন, ‘‘একটি স্ল্যাব ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে কেউ জখম হওয়ার কোন খবর নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement