দাঁইহাটে শপথ নিলেন শিশির

বেশ কিছু দিন টালবাহানার পরে অবশেষে দাঁইহাট পুরসভা পেল নতুন পুরপ্রধান। সোমবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিশির মণ্ডলকে শপথবাক্য পাঠ করান মহকুমাশাসক (কাটোয়া) সৌমেন পাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দাঁইহাট শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০১:৫৩
Share:

চলল অবির খেলাও। নিজস্ব চিত্র

বেশ কিছু দিন টালবাহানার পরে অবশেষে দাঁইহাট পুরসভা পেল নতুন পুরপ্রধান। সোমবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিশির মণ্ডলকে শপথবাক্য পাঠ করান মহকুমাশাসক (কাটোয়া) সৌমেন পাল।

Advertisement

সিপিএমের চার জন কাউন্সিলরের শাসক দলে যোগ দেওয়ার পরে তৃণমূলের হাতে আসে এই পুরসভাটি। এ দিন শিশিরবাবুকে সমর্থন জানান ১১জন কাউন্সিলর। পুরসভা সূত্রে জানা যায়, ৮ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর সুব্রত রায় এখনও আনুষ্ঠানিক ভাবে দলবদল না করলেও তিনি এ দিন শিশিরবাবুকেই সমর্থন জানিয়েছেন।

শপথবাক্য পাঠের পরই শিশিরবাবু বলেন, ‘‘উন্নয়নের কাজ গতি পাবে। আগামী মাস থেকে পুরসভার জলকরও মকুব করা হল।’’

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল রোডের বাসিন্দা শিশিরবাবু পেশায় অগ্রদ্বীপ হাইস্কুলের বাংলার শিক্ষক। ২০০০-এ প্রথমে ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর হন তিনি। পরের পুরভোটে ওই একই ওয়ার্ডে কংগ্রেসের হয়ে লড়েও হেরে যান তিনি। ২০১০-এ পুরভোটে কোনও দলেরই টিকিট পাননি। ২০১৫-র পুরভোটে ফের তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে ১২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন শিশিরবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement