viral video

লাদাখে ক্যামেরাবন্দি এক জোড়া ‘পাহাড়ের ভূত’! বরফের রাজ্যে দেখা মিলল বিরল দৃশ্যের

লাদাখের বরফাবৃত পাহাড়ের কোলে সম্প্রতি দুই প্রাণীর খেলে বেড়ানোর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। লাদাখের জ়ান্সকার এলাকায় তোলা ভিডিয়োয় ধরা পড়েছে সেই বিরল মুহূর্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪৯
Share:

ছবি: সংগৃহীত।

যে দিকে চোখ যায়, শুধুই তুষারাবৃত সাদা পাহাড়। এবড়োখেবড়ো শৃঙ্গ যেন আকাশ ছুঁয়েছে। বরফের সাদা চাদরে নিজেদের ঢেকেছে পাহাড়গুলি। আর সেই বরফের রাজ্যে খেলে বেড়াচ্ছে ‘দ্য ঘোস্ট অফ মাউন্টেন্স’ বা ‘পাহাড়ের ভূত’। গায়ে কালচে ছোপ। শরীরে সাদা রঙের পুরু লোমের আস্তরণ। তারা প্রমাণ আকারের এক জোড়া তুষার চিতাবাঘ বা স্নো লেপার্ড। লাদাখের বরফাবৃত পাহাড়ের কোলে সম্প্রতি দুই প্রাণীর খেলে বেড়ানোর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। লাদাখের জ়ান্সকারে তোলা ভিডিয়োয় ধরা পড়েছে সেই বিরল মুহূর্ত। তুষার চিতাবাঘ দু’টির পর্বতে খেলে বেড়ানোর ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে।

Advertisement

আইএএস সুপ্রিয়া সাহুর এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিয়োটি প্রকাশ করা মাত্রই তা বন্যপ্রাণপ্রেমীদের নজর কেড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের ঢালে দুই তুষার চিতাবাঘ একে অপরের সঙ্গে খেলায় মেতেছে। পুরু বরফের ঢাল দিয়ে একে অপরের ঘাড়ে এসে পড়ছে। লাফালাফি করে একে অন্যের পিছু ধাওয়া করেছে তারা। তুষার চিতাবাঘেরা বরফের পাহাড়ে নিজেদের এতটাই লুকিয়ে রাখে যে, তাদের দেখা পাওয়া মোটেই সহজ নয়। ধরাছোঁয়ার বাইরেই থাকে তারা। লাদাখের সৌন্দর্যে যেন মিশে গিয়েছে প্রাণী দু’টি। ভিডিয়ো দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরাও নিজেদের উচ্ছাস লুকিয়ে রাখতে পারেননি। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘লাদাখের জ়ান্সকার যেন স্বর্গ।’’ ভারতের মধ্যে লাদাখ, জম্মু ও কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশে তুষার চিতাবাঘের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এ দেশে ৭০০টিরও বেশি তুষার চিতাবাঘ রয়েছে বলে ধারণা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement