BJP

যুব নেতার বিরুদ্ধে ক্ষোভ বিজেপিতে

বিক্ষোভকারীর অভিযোগ, পিন্টুর বিরুদ্ধে আগেও তোলাবাজি, চাকরির নামে প্রতারণা, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশে বিকৃত উত্তরপত্র প্রকাশ করে এসএসসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ০৮:২৯
Share:

অবস্থান বিক্ষোভ। নিজস্ব চিত্র।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করতে আসার আগের দিনই, শনিবার দলের জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীদের একাংশ। যুব মোর্চার জেলা (বর্ধমান সদর) সভাপতি পিন্টু সামের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তাঁরা। জেলা সভাপতি অভিজিৎ তায়ের কাছে চিঠি দিয়ে পিন্টুকে অপসারণেরও দাবি জানিয়েছেন।

Advertisement

বিক্ষোভকারীদের তরফে ইন্দ্রনীল গোস্বামী, রোহন সাঁইদের অভিযোগ, “এসএসসি দুর্নীতি নিয়ে দল যখন রাজ্য জুড়ে আন্দোলন করছে, সে সময়ে আমাদের যুব মোর্চা সভাপতি তৃণমূলের সঙ্গে যোগাসাজশে পরিজনের চাকরি করিয়েছেন।’’ জেলা সভাপতি অভিজিতের যদিও পাল্টা দাবি, “রবিবার বিরোধী দলনেতার সভা নষ্টের জন্য একটি বড় চক্রান্ত করা হয়েছে। তাতে কোনও পদাধিকারী বা সদস্য জড়িত থাকলে শৃঙ্খলারক্ষা কমিটি ব্যবস্থা নেবে।’’

বিক্ষোভকারীরা অভিযোগ, পিন্টুর বিরুদ্ধে আগেও তোলাবাজি, চাকরির নামে প্রতারণা, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশে বিকৃত উত্তরপত্র প্রকাশ করে এসএসসি। তাতে পিন্টুর দাদার নাম রয়েছে। তাঁদের দাবি, “এক পদাধিকারীর নামে এত অভিযোগে দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে। দল তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় রাস্তায় নামতে হয়েছে।’’ শুভেন্দুর সভার আগে এমন ঘটনা নিয়ে বিজেপি নেতাদের অনেকের মত, এই পরিস্থিতি এড়ানো উচিত ছিল। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ক্ষোভআরও বাড়বে।

Advertisement

পিন্টুর দাবি, “সংগঠন বাড়ানোর চেষ্টা করলে কিছু লোক বাধা দেবেই। কে কী বলল, আমল দেওয়ার কিছু নেই।’’ যে সব বিষয়ে অভিযোগ উঠছে, তা আইনি ভাবে লড়াই করা হচ্ছে বলেও দাবি তাঁর। জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাসের টিপ্পনী, “দুর্নীতি নিয়ে যাঁরা কথা বলেন, তাঁদের দলেই দুর্নীতির বাসা!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement