—নিজস্ব চিত্র
দীর্ঘ দিন একশো দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মহিলারা। বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের উপকণ্ঠে রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের কপিবাগান এলাকার ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, গত দু’বছর ধরে প্রায় দেড়শো জন মহিলা ১০০ দিনের কাজের টাকা পাননি। এখন ‘লকডাউন’-এর সময়ে হাতে টাকা পয়সা না থাকায় বকেয়া টাকা চেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের তরফে আরতি মণ্ডলের দাবি, একে মজুরি বকেয়া, তার উপরে ত্রাণও সেভাবে মিলছে না, বাধ্য হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূলের অঞ্চল কার্যকরী সভাপতি সমীর মুখোপাধ্যায় এতে জড়িত বলেও অভিযোগ করেছেন তাঁরা। যদিও সমীরবাবুর দাবি, ওই কাজের মাস্টার রোল তৈরি করে পাঠানোর দায়িত্ব ছিল বর্তমান সদস্যের। কিন্তু তিনি তা করেননি। যেহেতু তিনি কাজ করিয়েছিলেন, তাই তাঁকে ফাঁসানো হচ্ছে। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।