রাস্তা অবরোধ। রবিবার। নিজস্ব চিত্র
পুজোর আগে এসটিকেকে রোডের নানা জায়গা অজস্র ছোট-বড় গর্তে ভরে রয়েছে। বৃষ্টি পড়লে জল জমে থাকা গর্তে গাড়ি পড়ে বিকল হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। আবহাওয়া শুকনো থাকলে আবার রাস্তার ধুলোয় চলাফেরা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এমন নানা অভিযোগ তুলে রবিবার দ্রুত রাস্তা সারানোর দাবিতে পূর্বস্থলীর পারুলিয়ায় সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
বাসিন্দারা জানান, লকডাউনের আগে এসটিকেকে রোডের সম্প্রসারণের কাজ শুরু হয়। ঠিকাদার সংস্থার লোকজন রাস্তার পুরনো পিচ তুলে খোঁড়াখুঁড়ির কাজ করেন। কিন্তু লকডাউনের সময়ে কাজ বন্ধ থাকে। তার পরে নানা জায়গায় কাজ শুরু হলেও পারুলিয়া ও পার্শ্ববর্তী এলাকায় তা হয়নি বলে অভিযোগ। বাসিন্দাদের ক্ষোভ, খোঁড়া রাস্তা ধরেই ভারী যানবাহন চলাচলে তৈরি হয়েছে অজস্র গর্ত। ভারী বৃষ্টি হলেই তাতে জল জমে যাচ্ছে। গাড়ির চালকেরা গর্তের গভীরতা বুঝতে পারছেন না। তাতে বিপত্তি বাধছে। বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি না হলে আবার ধুলো উড়তে শুরু করছে রাস্তার আশেপাশে। তাতে যেমন এলাকাবাসীর শ্বাসকষ্ট হচ্ছে, তেমনই পুজোর আগে আশপাশের নানা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি সমস্যায় পড়ছে। তাদের দাবি, ক্রেতারা আসতে চাইছেন না।
এ দিন অবরোধে শামিল রাকেশ সাউয়ের দাবি, ‘‘লকডাউনের পরে জোরকদমে অন্য জায়গায় কাজ শুরু হলেও আমাদের এলাকায় রাস্তার সমস্যা মেটেনি। আমরা চাই, পুজোর আগে রাস্তার অন্তত একটি স্তরের কাজ শেষ করা হোক।’’ কর্ণ শীল নামে এক যুবকের অভিযোগ, ‘‘এই রাস্তা ধরে অসুস্থ মানুষজন নিয়ে যেতে সমস্যায় পড়তে হয়। হতাশায় দলমত নির্বিশেষে এলাকার মানুষ পথ অবরোধ করেছেন।’’ অবরোধকারীরা দাবি করেন, ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে। বিকেলে ঘটনাস্থলে এসে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার এক ইঞ্জিনিয়ার পুজোর আগে রাস্তার কাজ করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
শুধু পারুলিয়া নয়, কালনা ২ ব্লকের পূর্ব সাতগাছিয়া, কালনা ১ ব্লকের নতুন বাসস্ট্যান্ড থেকে ধাত্রীগ্রাম-সহ নানা জায়গায় এসটিকেকে রোডে গর্ত তৈরি হয়েছে। কালনার এক চিকিৎসকের কথায়, ~~করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের নানা জায়গায় রোগীদের স্বার্থে চেম্বারে বসতে হচ্ছে। এসটিকেকে রোড ধরে কালনা থেকে ধাত্রীগ্রাম যেতে গাড়িতে যেখানে ১৫ মিনিট সময় লাগত, এখন লাগছে প্রায় ৪০ মিনিট।’’ বেহাল রাস্তার জন্য ধাত্রীগ্রাম, সমুদ্রগড়ের মতো তাঁত অধ্যুষিত এলাকায় পুজোর আগে ব্যবসায়ীরা অসুবিধার মুখে পড়ছেন বলেও অভিযোগ।
এসটিটিকেকে রোডের নানা জায়গায় সমস্যার কথা মেনে নিয়ে কালনার মহকুমাশাসক সুমনসৌরভ মোহান্তি বলেন, ‘‘বৃষ্টির কারণে রাস্তার কাজে সমস্যা হচ্ছে। সমুদ্রগড় থেকে নান্দাই পর্যন্ত রাস্তার গর্তগুলি মেরামত শুরু হয়েছে। পুজোর আগে কালনা ২ ব্লক থেকেও কাজ শুরু করে দেওয়ার পরিকল্পনা হয়েছে।’’