arrest

আসানসোলে অস্ত্র-সহ তিন দুষ্কৃতী গ্রেফতার, ঝাড়খণ্ড যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ

ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের সঙ্গে ছিল আরও তিন জন। তবে তারা পালিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ১৪:৩৭
Share:

আসানসোলে ধৃত তিন দুষ্কৃতী। — নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটের মুখে আসানসোলের সালানপুর থানার হরিসাডি গ্রামে অভিযান চালিয়ে সোমবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের সঙ্গে আরও তিন জন ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের সঙ্গে ছিল আরও তিন জন। তবে তারা পালিয়ে গিয়েছে বলে পুলিশের বক্তব্য। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। সালানপুর থানার সূত্রে জানা গিয়েছে, ধৃত স্থানীয় এক বাসিন্দার সঙ্গে ভিন্‌রাজ্যের জামতাড়া, জামুড়িয়া, জামুইয়ের দুষ্কৃতীদের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার রাতে পুলিশের কাছে খবর আসে রূপনারায়ণপুরের বিভিন্ন এলাকায় কয়েক জন যুবক ঘুরছেন। তাঁদের কাছে আগ্নেয়াস্ত্রও আছে বলে জানতে পারে পুলিশ। খবর পেয়ে শুরু হয় অভিযান। এর পর রূপনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় তিন জনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement