প্রতীকী ছবি।
পূর্ব বর্ধমানের আউশগ্রামে মদের আসরে সিপিএম নেতার ছেলেকে খুনের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় আউশগ্রামের অযোধ্যাপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় সিপিএম নেতার ছেলের দেহ। নিহতের নাম সঞ্জীব মণ্ডল ওরফে সঞ্জু (৪০)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কেষ্ট মেটে, বিষ্ণু মণ্ডল, কার্তিক মেটে, দেবচরণ রায় এবং গৌতম দাস বৈরাগ্য। এঁদের মধ্যে প্রথম ৩ জনের বাড়ি আউশগ্রামে। বাকি ২ জন গুসকরার বাসিন্দা। ধৃতদের নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। জেলার ডিএসপি (ডিএনটি) বীরেন্দ্রকুমার পাঠক জানিয়েছেন খুনের ঘটনায় ৫ জনকে গ্রেফতারের কথা। তদন্তকারীরা প্রাথমিক ভাবে অনুমান করছেন সঞ্জীবকে খুন করা হয়েছে।
অযোধ্যাপাড়ার বাসিন্দা সিপিএম নেতা সিদ্ধেশ্বর মণ্ডল আউশগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। তার বড় ছেলে সঞ্জু। বছর খানেক আগে বিয়ে করেন সঞ্জু। তা নিয়ে পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছিল না। কয়েক দিন ধরে বন্ধু বিষ্ণু মণ্ডলের বাড়িতে থাকছিলেন সঞ্জু। সোমবার রাতে গ্রামে চলছিল গাজনের উৎসব। সন্ধ্যায় বিষ্ণুর বাড়িতে সঞ্জুর দেহ দেখতে পাওয়া যায়। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। স্থানীয় সিপিএম নেতা অপূর্ব চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের দুষ্কতীরা সঞ্জুকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনা করে খুন করেছেন। তবে নিহতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি থানায়। মৃতের ভাই চিরঞ্জীব মণ্ডল বলেন, ‘‘দাদা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। ও পশু চিকিৎসার সঙ্গে যুক্ত ছিল।’’
স্থানীয় তৃণমূল নেতা ইমদাদুল শেখ বলেন, ‘‘এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। শুনেছি মদের আসরে এই ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে। আসল তথ্য সামনে আসবে।’’
সঞ্জুর বাবা সিদ্ধেশ্বরের কথায়, ‘‘কী করে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। তবে আমার দলই আমার পরিবার। দলীয় নেতৃত্ব যা বলবেন তাই আমার মত।’’