Odisha Triple Train Accident

বাংলার ১০৩ জনের দেহ চিহ্নিত, ৯৭ জন এখনও হাসপাতালে, কটকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা

করমণ্ডলকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সত্য ধামাচাপা দেওয়া উচিত নয়। আমি চাই, সত্যিটা সামনে আসুক। শুভবুদ্ধির উদয় হোক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কটক শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ১৫:৫৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল ছবি।

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের মধ্যে এ রাজ্যের শতাধিক মানুষের দেহ চিহ্নিত করা গিয়েছে। মঙ্গলবার দুপুরে কটকের হাসপাতালে ভর্তি রাজ্যের বাসিন্দাদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের দেখে বেরিয়ে মমতা জানান, এখনও ৯৭ জন ওড়িশার হাসপাতালে ভর্তি রয়েছেন। মমতা ধন্যবাদ জানান হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। পাশাপাশি ওড়িশা সরকারকেও ধন্যবাদ জানান। এর পরেই সিবিআই তদন্ত নিয়ে মমতার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘সত্য ধামাচাপা দেওয়া উচিত নয়।’’

Advertisement

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজ্যের বহু মানুষের। অনেকে গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতেরা ভর্তি রয়েছেন কটক এবং ভুবনেশ্বরের হাসপাতালে। মঙ্গলবার কটকের হাসপাতাল থেকে বেরিয়ে এসে মমতা জানান, বাংলার ৯৭ জন এখনও ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সময় তাঁকে প্রশ্ন করা হয় ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সত্য ধামাচাপা দেওয়া উচিত নয়। আমি চাই, সত্যিটা সামনে আসুক। শুভবুদ্ধির উদয় হোক।’’

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত বাংলার ১০৩ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। সামগ্রিক ভাবে তিনি ধন্যবাদ জানান ওড়িশার সরকারকেও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওড়িশায় রাজ্যের ৪০ জন আধিকারিক রয়েছেন। এই রাজ্যে ভর্তি আহতদের খেয়াল রাখছেন তাঁরা। মুখ্যমন্ত্রী তাঁদের নির্দেশ দিয়েছেন, শারীরিক ভাবে যাঁরা একটু সুস্থ রয়েছেন, তাঁদের রাজ্যে পাঠিয়ে দেওয়ার জন্য। এখনও রাজ্যের ৩১ জনের কোনও সন্ধান মেলেনি বলেও জানিয়েছেন মমতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement