FIFA 2022

মেসি না এমবাপে, তর্কে মশগুল শহর

বর্ধমান শহরের রেল ওভারব্রিজের নীচে খেলা হবে ময়দানে বসছে বিশাল এলইডি স্ক্রিন। বসার জায়গা, মাথায় ছাউনির ব্যবস্থা হচ্ছে। প্রায় ২০০ জন খেলা দেখতে পারবেন সেখানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ০৭:৪৩
Share:

শনিবার বর্ধমানে বিক্রি হচ্ছে জার্সি। ছবি: উদিত সিংহ।

মাসখানেকের চড়াই-উৎরাই শেষে আজ, রবিবার সন্ধ্যায় চূড়ান্ত লড়াই। বাঁ পায়ের শিল্প না ফরাসি আগ্রাসন, বিশ্বকাপ ফুটবলে কে জয়ী হবে, সে প্রশ্নে তর্ক জমে উঠেছে বর্ধমানে। কোথাও এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা হচ্ছে, কোথাও আবার টাঙানো হয়েছে পেল্লায় পতাকা। প্রিয় দলের জার্সি কেনারও হিড়িক পড়েছে।

Advertisement

বর্ধমান শহরের রেল ওভারব্রিজের নীচে খেলা হবে ময়দানে বসছে বিশাল এলইডি স্ক্রিন। বসার জায়গা, মাথায় ছাউনির ব্যবস্থা হচ্ছে। প্রায় ২০০ জন খেলা দেখতে পারবেন সেখানে। উদ্যোক্তা নুরুল আলম বলেন, ‘‘আর্জেন্টিনা ফাইনাল খেলবে। অনেকেই মেসির ভক্ত আছেন। এক সঙ্গে খেলা দেখার মজাও আলাদা। তাই বাজেপ্রতাপপুরের এই ময়দানে এলে মাঠে বসে খেলা দেখার মতোই অনুভূতি হবে।’’ এ ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় ‘জায়ান্ট স্ক্রিন’-এ খেলা দেখার ব্যবস্থা হয়েছে।

বিশ্বকাপ ফুটবল ঘিরে শহরের জার্সি ও প্রিয় দলের পতাকাও বিক্রি হচ্ছে ভালই। ক্রীড়াসামগ্রী বিক্রেতা রাজেশ সরকার, সজলকান্তি ঘোষেরা জানান, শুক্রবারই আর্জেন্টিনার পতাকা শেষ হয়ে গিয়েছে।মেসির জার্সির চাহিদা বেশি। সুভাষচন্দ্র ঘোষ নামে এক বিক্রেতা বলেন, ‘‘৯০ ভাগ মেসির জার্সি বিক্রি হয়ে গিয়েছে।’’ আর এক বিক্রেতা রাজীব সেন বলেন, ‘‘ফ্রান্সের শুধু এমবাপের কিছু জার্সি বিক্রি হয়েছে। তবে তা হাতেগোনা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement