নারকেল গাছে ময়ূর। বেনাচিতিতে। নিজস্ব চিত্র।
কখনও গাছে, কখনও বাড়ির ছাদে উড়ে বেড়াচ্ছে ময়ূর। গত চার দিন ধরে দুর্গাপুরের বেনাচিতির মহিস্কাপুর প্লটের জেকে পাল লেন এলাকায় রয়েছে ময়ূরটি। বৃহস্পতিবার সকালে বন দফতরকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। বনকর্মীরা তাকে ধরে জঙ্গলে ছেড়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে কখনও শহরের ভিতরে এ ভাবে ময়ূর দেখা যায়নি। ময়ূর দেখতে কচিকাঁচাদের পাশাপাশি ভিড় জমাচ্ছেন বড়রাও। সোমবার ভোটের দিন থেকে সেটি এই এলাকায় রয়েছে। বৃহস্পতিবার সকালে সেটিকে দেখতে পাওয়া যায় একটি নারকেল গাছের উপরে। দীর্ঘ ক্ষণ সেটি সেখানেই ছিল। স্থানীয়েরা জানান, কাকের দল মাঝে মাঝে তাকে উত্ত্যক্ত করছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সেটি স্ত্রী ময়ূর। বয়স আনুমানিক পাঁচ বছর। দুর্গাপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে কাঁকসার দেউলের জঙ্গল এবং দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তিলাবনি জঙ্গলে বহু ময়ূর রয়েছে। তবে দুর্গাপুর শহরের মধ্যে ময়ূরের দেখা এর আগে মেলেনি বলেই জানাচ্ছে বন দফতর।
শেখ কামাল নামে বন দফতরের এক কর্মী জানান, এক সপ্তাহ আগে এক বার ময়ূরের খবর পেয়ে তাঁরা এসেছিলেন। কিন্তু খোঁজ পাননি। এ দিন সকালে খবর পাওয়ার পরে ফের আসেন এবং ময়ূরটিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তার নাগাল পাওয়া যায়নি। ডিএফও (দুর্গাপুর) অনুপম খান বলেন, “মনে হচ্ছে কোনও ভাবে দলছুট হয়ে ময়ূরটি লোকালয়ের ভিতরে চলে এসেছে। কেউ যাতে তাকে উত্ত্যক্ত না করে এলাকাবাসীর কাছে সেই আবেদন করা হয়েছে।” দ্রুত সেটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।