ট্রেনের ধাক্কায় উল্টে গেল লরিটি। —নিজস্ব চিত্র।
স্টেশন ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই তীব্র শব্দ করে থেমে গেল ট্রেন। ঝাঁকুনি খেয়ে চমকে উঠলেন যাত্রীরা। মঙ্গলবার দুপুরে একটি যাত্রিবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল আসানসোল রেল ডিভিশনের বোহিনি স্টেশন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি লরি ঢুকে পড়ে রেললাইনে। সেই সময় ঝাড়খণ্ডের জসিডি এবং শঙ্করপুরের মাঝে জসিডি-আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ধাক্কা মারে লরিটিতে। উল্টে যায় লরিটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলকর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। যদিও হতাহতের কোনও খবর নেই।
জানা যাচ্ছে, কুমরাবাদ বোহিনি স্টেশন ছাড়ার পর পরই লরিটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। এর ফলে ঝাঝা থেকে আসানসোলের দিকে অর্থাৎ, ডাউন লাইনে ট্রেন চলাচল বেশ কিছু ক্ষণ বন্ধ থাকে। তবে আহত হননি কেউ।
আসানসোল রেল ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিংহ বলেন, ‘‘দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার জেরে ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে।’’ তিনি জানান, কী ভাবে এই দুর্ঘটনা হল, খতিয়ে দেখা হচ্ছে।