মূর্তি উদ্ধার

ফের মাটি খুঁড়তে গিয়ে মূর্তি মিলল কৈচরে। মঙ্গলবার বিকেলে কৈচর ১ পঞ্চায়েত এলাকার নতুনগ্রামে রেলস্টেশন লাগোয়া এলাকায় মাটি খোঁড়ার কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, তখনই কালো পাথরের বিষ্ণুমূর্তিটি মেলে। মূর্তিটি আপাতত কৈচর রেলস্টেশনের সামনে দুর্গামন্দিরে রাখা রয়েছে। তবে মঙ্গলকোট থানার পুলিশের দাবি, মূর্তিটি সম্পর্কে কোনও খবর নেই তাঁদের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০১:১৩
Share:

ফের মাটি খুঁড়তে গিয়ে মূর্তি মিলল কৈচরে। মঙ্গলবার বিকেলে কৈচর ১ পঞ্চায়েত এলাকার নতুনগ্রামে রেলস্টেশন লাগোয়া এলাকায় মাটি খোঁড়ার কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, তখনই কালো পাথরের বিষ্ণুমূর্তিটি মেলে। মূর্তিটি আপাতত কৈচর রেলস্টেশনের সামনে দুর্গামন্দিরে রাখা রয়েছে। তবে মঙ্গলকোট থানার পুলিশের দাবি, মূর্তিটি সম্পর্কে কোনও খবর নেই তাঁদের কাছে। মূর্তিটির একটা অংশ ভাঙা রয়েছে। আঞ্চলিক ইতিহাস ও গবেষক স্বপন ঠাকুর জানান, বিষ্ণুমূর্তিটি একাদশ থেকে দ্বাদশ শতকের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কিউরেটর রঙ্গন জানাও মূর্তিটির ছবি দেখে বলেন, ‘‘এই ধরনের মূর্তি মঙ্গলকোটের মাটিতে আগেও অনেক বার পাওয়া গিয়েছে। পাল-সেন যুগের মূর্তি। বোঝা যায় কতখানি সমৃদ্ধ ছিল এলাকা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement